ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবাদত-সাইফুদ্দিনের বোলিং দাপট, প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ৮ উইকেটে বিধ্বস্ত করল জিম্বাবুইয়েকে

সৌম্যের সেঞ্চুরিতে বাড়ল আত্মবিশ্বাস

প্রকাশিত: ০৬:৫০, ২০ অক্টোবর ২০১৮

সৌম্যের সেঞ্চুরিতে বাড়ল আত্মবিশ্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে জিম্বাবুইয়ের বিপক্ষে ঘরোয়া সিরিজে নামার আগে কিছুটা অস্বস্তি স্বাগতিক বাংলাদেশ দলে ছিল। কারণ অপরিহার্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল দলে নেই। যদিও জাতীয় দলের কোচ স্টিভ রোডস দাবি করেছিলেন প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করছেন না তিনি। কারণ এই দুইজনকে ছাড়াই সম্প্রতি এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে বিকেএসপিতে সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। আর এটা জাতীয় দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা টপঅর্ডার সৌম্য সরকারের সেঞ্চুরি যেন সকল শঙ্কা আরও উড়িয়ে দিয়েছে। তার অপরাজিত শতকে ওয়ানডে সিরিজে নামার আগে চাপমুক্তই করেছে জাতীয় দলকে। যদিও তিনি ওয়ানডে সিরিজের স্কোয়াডে নেই কিন্তু বিসিবি একাদশের নৈপুণ্য অজানা আশঙ্কা থেকে অনেকটাই ভারমুক্ত করেছে বাংলাদেশ দলকে। এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রবিবার সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন, দলে নবাগত মুখ ফজলে মাহমুদ রাব্বি, আরিফুল হক খেলেছেন। আর তাদের নেতৃত্বে ছিলেন ছিটকে পড়া সৌম্য। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুইয়ে। শুরু থেকেই তাদের বিপর্যস্ত করেন পেসার এবাদত হোসেন ও সাইফুদ্দিন। তাদের সঙ্গে যোগ দেন অচেনা মুখ মোহর শেখ তার পেস আক্রমণ নিয়ে। মাত্র ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম সমস্যায় পতিত হয় জিম্বাবুইয়ানরা। একপ্রান্ত আগলে ছিলেন শুধু অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অভিজ্ঞ এ ওপেনারের সঙ্গে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। দু’জনে যোগ করেন ১১৪ রান। চিগুম্বুরা ৮৩ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৭ রান করার পর সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে যান। এরপর আর বেশিক্ষণ টেকেনি তাদের ইনিংস। মাত্র ৭ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুইয়ের ইনিংস। মাসাকাদজা সেঞ্চুরি হাঁকিয়ে ১৩৮ বলে ১৪ চার, ১ ছক্কায় ১০২ রান করার পর এবাদতের শিকার হন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। এবাদত দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট (৯-৩-১৯-৫) শিকার করেন। জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন ৩২ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে ৫২ রানের মধ্যেই দুই ওপেনার মিজানুর রহমান (৮) ও ফজলে রাব্বিকে (১৩) হারিয়ে ফেলে বিসিবি। ইতোমধ্যেই রাব্বি জাতীয় দলে ডাক পেয়ে অভিষেকের অপেক্ষায় আছেন এবং মিজানুর ঘরোয়া আসরে নিয়মিত দুর্দান্ত পারফর্মার হওয়াতে নির্বাচকদের নজরে আছেন। কিন্তু দু’জনই ব্যর্থ হওয়ার পর জাতীয় দল থেকে ছিটকে পড়া দুই ক্রিকেটার সৌম্য ও মোসাদ্দেক হোসেন সৈকত জুটি বাঁধেন। তারা ১১২ রানের জুটি গড়ার পর মোসাদ্দেক ৩৩ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ৪৮ বলে ২ চার, ১ ছক্কায় এ রান করেছিলেন তিনি। তবে তখন জয়ের অনেক কাছে বিসিবি এবং সেঞ্চুরির কাছে সৌম্য। এবার জিম্বাবুইয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ পাননি জাতীয় দলে। যদিও চলমান জাতীয় লীগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা এবার প্রস্তুতি ম্যাচেও রেখে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ১১৪ বলে ১৩ চার, ১ ছক্কায় ১০২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৩৯ ওভারে ২ উইকেটে ১৮১ রান তুলে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বিসিবি। রবিবার ঘরের মাঠে প্রথমবারের মতো একই সঙ্গে সাকিব-তামিমকে ছাড়াই মাঠে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। কিন্তু এর আগে বিসিবি একাদশের দুর্দান্ত জয় সব রকমের আশঙ্কা দূরে ঠেলে দিল। ওয়ানডে সিরিজে নামার আগে জিম্বাবুইয়ের শক্তিমত্তা জানার একটি উপলক্ষ ছিল এই প্রস্তুতি ম্যাচ। সে কারণে প্রধান নির্বাচক নান্নু ম্যাচ দেখে দারুণ খুশি। তিনি বলেন, ‘এই জয়টা আমাদের দলের আত্মবিশ্বাস অবশ্যই বাড়িয়ে দেবে। সৌম্য দুর্দান্ত ব্যাটিং করেছে। আমি মনে করি ওর যে খারাপ সময় ছিল সেটা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। আমার বিশ্বাস ফর্মে ফিরে আসলে আবার অতি সত্বর দলে ফিরে আসবে। সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। এই জিম্বাবুইয়ে সিরিজের স্কোয়াডে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে। সকালে এবাদতের বোলিং দারুণ ছিল। আমরা ওকে লঙ্গার ভার্সনের অন্য প্রস্তুত করছিলাম। সাইফুদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। যথেষ্ট ভাল বল করেছে। সবার পারফর্মেন্স ও দলীয় চেষ্টা দারুণ। আমাদের তরুণরা যদি এভাবে অব্যাহত উন্নতির মধ্যে থাকে তাহলে সবার জন্যই জায়গা উন্মুক্ত হয়ে যাবে।’ তবে প্রথমবার জাতীয় দলে সুযোগ করে নেয়া ফজলে রাব্বি অভিষেক হওয়ার আগে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সে বিষয়ে নান্নু বলেন, ‘ও প্রথমবারের মতো জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। প্রথম ইনিংস খেলেছে সে জিম্বাবুইয়ের বিপক্ষে। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম খেলছে সে। সেই হিসেবে মূল্যায়ন করলে হবে না। এটা শুধু একটা অভিজ্ঞতা। সামনে ওর জন্য একটা ক্যারিয়ার পড়ে আছে। আমার বিশ্বাস ও’ অবশ্যই ভাল করবে।’ স্কোর কার্ড ॥ জিম্বাবুইয়ে ইনিংস ॥ ১৭৮/১০; ৪৫.২ ওভার (মাসাকাদজা ১০২, চিগুম্বুরা ৪৭; এবাদত ৫/১৯, সাইফুদ্দিন ৩/৩২)। বিসিবি একাদশ ইনিংস ॥ ১৮১/২; ৩৯ ওভার (সৌম্য ১০২*, মোসাদ্দেক ৩৩*, রাব্বি ১৩; রাজা ১/২১)। ফল ॥ বিসিবি একাদশ ৮ উইকেটে জয়ী।
×