ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী দাবাড়ুদেরও প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের এলিগেন্ট

প্রকাশিত: ০৬:৪৯, ২০ অক্টোবর ২০১৮

বিদেশী দাবাড়ুদেরও প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের এলিগেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে। ফলে ভারত ও থাইল্যান্ড থেকে দাবাড়ুরা এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে ছুটে আসছেন। শুধু তাই নয়, একই সঙ্গে তারা এলিগেন্টের আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন। মাত্র কয়েক বছর ধরে পথ চলা এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির এমন সাফল্যের পেছনে রয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি। তিনি বলেন, দেশের বাইরে থেকে অনেক দেশের দাবাড়ুরাই আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করছে।
×