ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কথোপকথন ॥ নিয়মিত সঙ্গীতায়োজন উপভোগ করি -মহান ফাহিম

প্রকাশিত: ০৬:৩৭, ২০ অক্টোবর ২০১৮

কথোপকথন ॥ নিয়মিত সঙ্গীতায়োজন উপভোগ করি -মহান ফাহিম

বর্তমানে দেশের সেরা গিটারিস্টদের মধ্যে অন্যতম মহান ফাহিম। তিনি ব্যান্ডদল ‘নোনতা বিস্কুট’ প্রধান এবং ‘অর্থহীন’-এর সঙ্গে নিয়মিত গিটারিস্ট হিসেবে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি সম্প্রতি তিনি সঙ্গীতায়োজনেও বেশ কিছু কাজ করেছেন এবং করছেন। গিটারশিল্পী হিসেবে বর্তমান ব্যস্ততা, নতুন গান, আগামী পরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মহান ফাহিমের সঙ্গে কথা হয়- সম্প্রতি আপনি বেশ কিছু গানের সঙ্গীতায়োজন করেছেন- মহান ফাহিম : আসলে একজন মিউজিশিয়ান হিসেবে সব কাজই আমার কাছে উল্লেখযোগ্য। কিন্তু শ্রোতাদের বেলায় ভিন্ন। তারা তাদের প্রিয় শিল্পীর কথাই শুনতে চায়। সেক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হিসেবে সম্প্রতি আসিফ আকবর ভাইয়ের ৬টি গানের সঙ্গীতায়োজন করেছি। সবগুলো গানের কথা লিখেছেন তরুণ মুন্সী ভাই। সবগুলো গানই বেশ যতœ নিয়ে করেছি। গানগুলোর শিরোনাম হচ্ছে- ‘তোর জন্যে’, ‘বাবা’, ‘ভাল থেকো’, ‘এই সাগর বেলায়’ প্রভৃতি। পাশাপাশি এর মধ্যে কুমার বিশ্বজিৎ দাদা এবং মিনারের একটি করে গান করেছি। এছাড়া বেশ কজন উঠতি শিল্পীর গান তৈরির কাজ চলছে। মোট কথা আমি নিয়মিত সঙ্গীতায়োজন উপভোগ করি। কুমার বিশ্বজিৎ এবং মিনারের গান দুটি প্রসঙ্গে জানতে চাই- মহান ফাহিম : বিশ্বজিৎ দাদার গানটি শিরোনাম ‘বলতে পারিনি’। তরুণ মুন্সী ভাইয়ের খুব সুন্দর কথা-সুুুরে এর সঙ্গীতায়োজন করেছি আমি। এদিকে মিনারের ‘আমায় ভোলা শেখো’ শীর্ষক গানটির সুর-সঙ্গীত দুটোই আমি করেছি। গানের কথা লিখেছেন তরুন গীতিকার ওমর ফারুক বিশাল। মিনার ভক্তদের কথা মাথায় নিয়েই গানটি তৈরি করেছি। মিনার গেয়েছেও খুব ভাল। এক কথায় এই গানটি নিয়ে অনেক বেশি আশাবাদী। আপনি তো বিভিন্ন ঘরানার গানের ইন্সট্রুমেন্টাল (যন্ত্রসঙ্গীত) করছেন। ভবিষ্যতেও কি নিয়মিতই করবেন? মহান ফাহিম : জ্বি, এই ধারা অব্যাহত থাকবে। এর মধ্যে ‘অস্তিত্ব’ শিরোনামে গানটির ইন্সট্রুমেন্টাল আমার স্বনামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেছি। এখন ‘ফুলে ফুলে’ শিরোনামের রবীন্দ্রসঙ্গীতটির ইন্সট্রুমেন্টাল করছি। অচিরেই এই গানটি প্রকাশ করব এবং ধারাবাহিকভাবে আমি কাজটি করে যেতে চাই। সঙ্গীত নিয়ে আপনার বিশেষ কোন পরিকল্পনা আছে? মহান ফাহিম : বিশেষ পরিকল্পনা বলতে- সবার সঙ্গে কাজ করতে চাই। তবে নিজস্বতা বজায় রেখে ব্যতিক্রমধর্মী কিছু কাজ করার ইচ্ছে আছে। আর আমি বিশ্বাস করি সঙ্গীত কিংবা সৃষ্টিকর্মের বিষয়গুলো বলে-কয়ে হয় না। এ ক্ষেত্রগুলোতে কাজ দিয়ে প্রমাণ দিতে হয়। সম্প্রতি নতুন জীবনে প্রবেশ করেছেন অনুভূতি কেমন? মহান ফাহিম : ধন্যবাদ, আলহামদুল্লিাহ্। সবার দোয়া-আশীর্বাদে বেশ ভাল চলছে। সবার কাছে অবশ্য এটিই চাই। শুক্রবার আমাদের আমার এবং স্ত্রী আনমোল আক্তার মুনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আত্মীয়-স্বজন, ভাই-বন্ধু, মিডিয়া এবং সঙ্গীত ভুবনের কাছের মানুষদের একত্রিত করার লক্ষ্যেই মূলত এই আয়োজনটি করছিলাম। এদিনের মতো সবার ভালবাসা নিয়ে সামনের পথ চলতে চাই। -সাজু আহমেদ
×