ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে স্কুল ও কলেজভিত্তিক মূকাভিনয় প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৬:৩৫, ২০ অক্টোবর ২০১৮

টঙ্গীতে স্কুল ও কলেজভিত্তিক মূকাভিনয় প্রদর্শনী শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় হাজী সাইদ লাবরেটরি স্কুল হল রুমে মঙ্গলবার সকাল ১০টায় স্কুল ও কলেজভিত্তিক মূকাভিনয় নাটকের প্রদর্শনীর আওতায় ৫টি মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নাট্যভূমি আয়োজিত এ প্রদর্শনীর সহযোগিতা করে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভনের পরিচালনয় মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, সভাপতিমন্ডলীর সদস্য আজিজ টিপু, টঙ্গী আইডিয়াল থিয়েটারের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সাংস্কৃতিক কর্মী মশিউর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল মাইম ইন্সটিটিউটের সাবেক ছাত্র শহীদুল বশর মুরাদের নির্দেশনায় ৫টি মূকাভিনয় প্রদর্শনী হয়। এতে অংশ নেন এসএম রায়হান রিপন, রিয়াজ উদ্দিন রাজ ও শহীদুল বশর মুরাদ। টঙ্গী, উত্তরা ও গাজীপুরসহ সারাদেশে পর্যায়ক্রমে মূকাভিনয় প্রদর্শনী হবে।
×