ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় নাট্যশালায় আজ ‘এক শ’ বস্তা চাল’ নাটকের ৮০তম প্রদর্শনী

প্রকাশিত: ০৬:৩৪, ২০ অক্টোবর ২০১৮

 জাতীয় নাট্যশালায় আজ ‘এক শ’ বস্তা চাল’ নাটকের ৮০তম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকায় জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় ‘এক শ’ বস্তা চাল’ নাটকটি আজ শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ নাটকটির ৮০তম প্রদর্শনী মঞ্চস্থ হবে। ইয়োজো ইয়ামামোতো রচিত ‘এক শ’ বস্তা চাল’ নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। আর নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন গোলাম সারোয়ার। ২০০৭ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির এ পর্যন্ত ৭৯টি প্রদর্শনী হয়েছে। ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা এ নাটকে অংশগ্রহণ করেছেন। এ নাটকে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, সেতু, গোলাম শাহারিয়ার সিক্ত, সুকর্ণো, খুরশিদ, রাজা, জয়িতা প্রমুখ। ‘এক শ’ বস্তা চাল’ নাটকে তুলে ধরা হয়েছে শিক্ষাই জাতির মেরুদ-। একটা জাতির উন্নতি অবনতি নির্ভর করে তার শিক্ষার ওপর। আজ আমরা অনুন্নত, পরনির্ভর হয়ে অমানবিক জীবন-যাপন করছি, এর মূল কারণ শিক্ষার অভাব। কথাটা বলেছিলেন জাপানের এক প্রদেশের মেয়র তোরা সাবুরো কোবাইশি। আজ থেকে ১৬০ বছর পূর্বের দারিদ্র্যপীড়িত সামুরাইদের মাঝে পার্শ্ববর্তী দেশ থেকে এক শ’ বস্তা চাল সাহায্য হিসেবে এসেছিল। সেখানকার মেয়র সেই চাল বিক্রি করে স্কুল ঘর বানানোর চিন্তা করে। তিনি সামুরাইদের উদ্দেশে বলেছিলেন, বাহিরের সাহায্যে একটি জাতি বাঁচতে পারে না। সাহায্য গ্রহণ অত্যন্ত ঘৃণীত কাজ। আজ আমাদের অধঃপতনের মূলে রয়েছে শিক্ষার অভাব। এই মূল বক্তব্যের ওপর ভিত্তি করে রচিত হয়েছে জাপানী নাটক ‘এক শ’ বস্তা চাল’। বর্তমান জাপানের উন্নয়নের নেপথ্যে এ ধরনের চিন্তা শক্তি তাদের মানসিক বল জুগিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। ‘এক শ’ বস্তা চাল’ নাটকটি উচিমুরা ও কোমেহিয়াপ্পিয়ো নামে দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
×