ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৬:৩২, ২০ অক্টোবর ২০১৮

অন্য রকম

বিএমডব্লিউ কিনতে... চীনের এক ব্যবসায়ী বিএমডব্লিউ গাড়ি কিনতে কয়েন জমিয়ে রাখতেন। গত কয়েক বছর ধরে ওই ব্যবসায়ী চীনা মুদ্রা ইউয়ানের কয়েন জমা করেন। এরপর কয়েনগুলো বাক্সবন্দী করে চলে যান দোকানে। কিনে ফেলেন ৪৫ হাজার পাউন্ডের একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ। ফুজিয়ান প্রদেশের সেলস ম্যানেজার জু বলেন, তিনি পাইকারি ব্যবসায়ী। গাড়িটি ক্রয়ের পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে আমাদের খুব জোরাজুরি করেন। তাও আবার প্রতিটা ৫ ইউয়ানের কয়েন। তবে এ কথা ঠিক তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইউয়ান হবে। গাড়ির প্রথম কিস্তি ৭ হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেছেন তিনি। ১০টি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের বেশ কয়েকজন কর্মচারী। -ডেইলি মেইল তিমি শিকার উৎসব! স্কটল্যান্ডের ২০০ মাইল উত্তরের ফেরো আইল্যান্ডে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘুরতে আসা পর্যটকরা প্রথমে অবাক হয়েছিলেন। তারা এমন দৃশ্য আগে কখনও দেখেননি। তারা দেখতে পেলেন সমুদ্রের পানি লাল হয়ে উঠেছে। কোনও অজানা প্রাকৃতিক কারণেই হয়তো এমনটা হয়েছে। কিছুক্ষণ পরেই সবার ভুল ভাঙ্গল। একটু দূরে চোখ যেতেই তারা দেখতে পেলেন শত শত তিমি মাছ মৃত অবস্থায় ভেসে রয়েছে সমুদ্রে। আর তাদের শরীর থেকে বেরনো রক্তে লাল বর্ণ হয়েছে সমুদ্রের নোনা জল। অঞ্চলটিতে তিমি হত্যার এই উৎসব চলে আসছে কয়েক যুগ ধরে। -জি নিউজ
×