ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে দূতাবাস স্থানান্তর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেব ॥ সতর্ক করল ইন্দোনেশিয়া

প্রকাশিত: ০৬:৩১, ২০ অক্টোবর ২০১৮

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যবস্থা  নেব ॥ সতর্ক করল  ইন্দোনেশিয়া

ইন্দোনেশীয় কর্মকর্তারা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, মরিসন সরকার ইসরাইলে অস্ট্রেলীয় দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত নিলে জাকার্তা অস্ট্রেলিয়ার সঙ্গে নীতির পরিবর্তন ঘটাবে।- খবর গার্ডিয়ানের ইন্দোনেশীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, অস্ট্রেলিয় জোট সরকারের দূতাবাস স্থানান্তরের পুনর্বিবেচনার পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উত্তরাঞ্চলের ১৩টি দেশ ও ফিলিস্তিনী জাতীয় কর্তৃপক্ষে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার গার্ডিয়ান অস্ট্রেলিয়ার এক রিপোর্টে বলা হয়েছে যে, অক্ট্রেলিয়ান স্পাই এজেন্সি এসিও সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে। প্রস্তাবিত স্থানান্তরে গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ, অসন্তোষ ও সম্ভবত কিছু সহিংসতার উদ্ভব হতে পারে। স্কট মরিস তার পরিকল্পনার পক্ষে এই বলে যুক্তি দেখিয়ে যাচ্ছেন যে, তার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সময়ে কোন ধরনের পরিকল্পিত সহিংসতার কোন প্রমাণ নেই। অন্যদিকে, এসিও বুলেটিনের সতর্ক বার্তাটি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে বিষয়টি তদন্তের জন্য।
×