ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানী সৈন্য সরিয়ে নেয়ার দাবি প্রত্যাখ্যান পুতিনের

ইস্তানবুলে রাশিয়াসহ চার দেশের শীর্ষ বৈঠক ২৭ অক্টোবর

প্রকাশিত: ০৬:৩০, ২০ অক্টোবর ২০১৮

 ইস্তানবুলে রাশিয়াসহ চার দেশের শীর্ষ বৈঠক ২৭ অক্টোবর

সিরীয় সঙ্কট নিয়ে তুরস্ক, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের মধ্যে ২৭ অক্টোবর ইস্তানবুলে এক চতুর্দেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ কথা বলা হয়। -খবর ইয়াহু নিউজ মুখপাত্র ইব্রাহিম কলিন বলেন, সিরিয়ায় বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশে সাম্প্রতিক পরিস্থিতি ও সংঘাত অবসানে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে শীর্ষ বৈঠকে আলোচনা করা হবে। তিনি বলেন, যৌথ উদ্যোগ সমন্বয়ের লক্ষ্য নিয়ে চার দেশের নেতৃবৃন্দ এ আলোচনায় বসবেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু একথা জানিয়েছে। সিরিয়া থেকে ইরানকে সৈন্য সরিয়ে নিতে উদ্বুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল রাশিয়ার প্রতি যে আহ্বান জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কেউ নয়। রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে বৃহস্পতিবার ‘ভলদাইড ডিসকাশন ক্লাব’র বার্ষিক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন। পুতিন বলেন, সিরিয়ায় নিজের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটানোর জন্য তেহরানকে বাধ্য করতে পারে না তার দেশ। সিরিয়ার আহ্বানে সাড়া দিয়ে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি তেহরান ও দামেস্কের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বিষয়টি নিয়ে ইরান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হতে পারে এবং সে আলোচনায় রাশিয়াও যোগ দিতে প্রস্তুত রয়েছে। ভøাদিমির পুতিন বলেন, যেসব দেশ ইরানকে সিরিয়া ত্যাগের আহ্বান জানাচ্ছে তাদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
×