ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৪৫টি দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ২০ অক্টোবর ২০১৮

 মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর  বিরুদ্ধে ৪৫টি  দুর্নীতির অভিযোগ

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বিরুদ্ধে ৪৫টি দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরে তাকে আদালতে হাজির করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। খবর আল-জাজিরার। চলতি বছর মে মাসে মালয়েশিয়ার সরকার পরিবর্তন হওয়ার পর সাবেক সরকারের কিছু জ্যেষ্ঠ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকও। এবার সেই তালিকায় যুক্ত হলেন উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামাদি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটির বিরোধী দল ইউনাইটেড মালায় ন্যাশনাল অর্গানাইজেশনের প্রধান জাহিদ। শুক্রবার আদালতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিংসহ কিছু অভিযোগ আনা হয়। এর মধ্যে কিছু অভিযোগ ছিল যেখানে বলা হয়, তার পরিবারের নামে তৈরি দাতব্য সংস্থায় আসা অনুদান অপব্যবহার করেছেন তিনি। এছাড়া ২০১৩ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার এ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেন হয়েছে। তবে এসব অভিযোগই উড়িয়ে দিয়েছেন তিনি।
×