ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাশোগির দেহাবশেষের খোঁজে তুর্কী কর্মকর্তাদের তল্লাশি

প্রকাশিত: ০৫:১৪, ২০ অক্টোবর ২০১৮

 খাশোগির দেহাবশেষের খোঁজে তুর্কী কর্মকর্তাদের তল্লাশি

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষের সন্ধানে ইস্তানবুলের উপকণ্ঠে একটি জঙ্গল ও মর্মর সাগরের কাছের এক শহরে তল্লাশি চালাচ্ছে তুরস্ক। দুই সপ্তাহ আগে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই রাজপরিবারের নীতির কট্টর সমালোচক খাশোগির আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে সৌদি গুপ্তচররা কনস্যুলেটের ভেতরেই নির্যাতন ও হত্যার পর লাশ গুম করে ফেলেছে বলে অভিযোগ আঙ্কারার। রিয়াদ এ অভিযোগ অস্বীকার করলেও তুরস্ক বলছে, তাদের কাছে খাশোগিকে হত্যার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। কনস্যুলেট ভবন ও কনসালের বাসভবনে তল্লাশি চালিয়ে অনেক নমুনা পাওয়া গেছে বলেও দাবি তুর্কী কর্মকর্তাদের; প্রাপ্ত নমুনা থেকে খাশোগির ডিএনএ উদ্ধারেরও চেষ্টা চলছে। এর মধ্যেই সৌদি সাংবাদিকের ‘দেহাবশেষের খোঁজ পেতে’ বেলগ্রাড জঙ্গল ও ইয়ালোভা শহরের একটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে তুর্কী নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। কর্মকর্তারা বলছেন, কনস্যুলেট ভবন ও কনসালের বাসভবন শেষে তারা তাদের তদন্ত আরও বিস্তৃত করেছেন। খাশোগির নিখোঁজের দিন কনস্যুলেট ভবন থেকে যেসব যানবাহন বেরিয়ে গেছে সেগুলোর গন্তব্য দেখেই বেলগ্রাড জঙ্গল ও ইস্তানবুল থেকে ৯০ কিলোমিটার দূরের ইয়ালোভায় অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এ দুটি স্থানে খাশোগির দেহাবশেষ থাকতে পারে বলেও অনুমান তাদের। কর্মকর্তারা বলছেন, খাশোগির দেহাবশেষ নিশ্চিহ্ন করার ক্ষেত্রে কোন একটি ফার্ম হাউস বা ভিলাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। এর আগে বৃহস্পতিবার তুর্কী তদন্ত দল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগির খোঁজে ইস্তানবুলের কনস্যুলেট ভবন ও কনসালের বাসভবনে দ্বিতীয় দফা তল্লাশি চালায়। এ দুই স্থানের মাটি ও পানিসহ অসংখ্য নমুনা সংগ্রহ করা হয়েছে। খাশোগি ‘সম্ভবত মারাই গেছেন’ বলে ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও এর জন্য রিয়াদের কাছে অস্ত্র বিক্রি আটকাবে না, বলেছেন তিনি। তুর্কী বাগদত্তা হেতিস চেঙ্গিসকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢুকেছিলেন বছরখানেক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা খাশোগি। নয় ঘণ্টা অপেক্ষার পরও খাশোগি কনস্যুলেট থেকে বেরিয়ে না আসায় তুর্কী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান হেতিস। খাশোগি যেদিন কনস্যুলেট ভবনে গিয়েছিলেন সেদিনই ১৫ সদস্যের একদল সৌদি গুপ্তচর ইস্তানবুলে নেমেছিল বলে দাবি করে তুরস্ক। ওই গুপ্তচররাই রাজপরিবারের সমালোচক সাংবাদিককে কনস্যুলেট ভবনের ভেতর হত্যা করে লাশ গুম করে ফেলে বলে জানায় তুর্কী সূত্রগুলো। চলতি সপ্তাহে সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খাশোগিকে কনস্যুলেটের ভেতর হত্যার স্বীকারোক্তি দিতে যাচ্ছে সৌদি আরব। এ ঘটনার জন্য জিজ্ঞাসাবাদের দায়িত্ব থাকা কর্মকর্তাদের ওপর দোষ চাপানোর কথাও ভাবছে তারা। মার্কিন গণমাধ্যম দুটি জানায়, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা খাশোগিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ। ‘ভুল পথে পরিচালিত’ জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনেই খাশোগির মৃত্যু হয়, রিয়াদ তাদের দায় স্বীকারে এমনটি বলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ক্রাউন প্রিন্সের দায় মোচনের চেষ্টা চলছে বলেও মত নিউইয়র্ক টাইমসের। খাশোগির নিখোঁজকান্ডে সমালোচনা চলছে যুক্তরাষ্ট্রও। মার্কিন কংগ্রেসম্যানদের অনেকেই সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্প বলেছেন, খাশোগিকে মেরে ফেলায় রিয়াদের হাত প্রমাণিত হলেই ‘কঠিন প্রতিক্রিয়া’ দেখানো হবে। এ মাসের শেষ দিকে সৌদি আরবে হতে যাওয়া একটি বিনিয়োগ সম্মেলন থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা বেশিরভাগ দেশ। ‘মরুভূমির দাভোস’খ্যাত ওই অনুষ্ঠানে যাচ্ছে না অনেক গণমাধ্যম ও স্পন্সর প্রতিষ্ঠানও।
×