ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা নিজের দল সংগঠিত করতে পারেনি, তারা বিএনপিকে কিভাবে উদ্ধার করবে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:২৩, ১৯ অক্টোবর ২০১৮

যারা নিজের দল সংগঠিত করতে পারেনি, তারা বিএনপিকে কিভাবে উদ্ধার করবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি তাদের বন্দী নেতাকে বাদ দিয়ে অন্য দল থেকে নেতা ভাড়া করে রাজনীতির মাঠে নেমেছেন। যে কামাল হোসেন-রব সাহেবরা বছরের পর বছর নিজেদের দলকে সংগঠিত করতে পারেনি, তারা কিভাবে খাদে পড়া ডুবন্ত বিএনপিকে উদ্ধার করবে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জš§দিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিষ্পাপ শিশু রাসেলের খুনীদের পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দাতা হলো বিএনপি। সেই বিএনপির সঙ্গে ড. কামাল হোসেন-রব সাহেবরা ঐক্য করেছেন। এর সমুচিত জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেবে জনগণ।’ মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। জনগণ এখন নির্বাচনমুখী। এখন কোন দফায় কাজ হবে না। নির্বাচনের বাইরে ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। আওয়ামী লীগ চিরদিন জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রফিকুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জঙ্গী দমন করেছেন। দেশ এখন শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই-এটা এখন দেশবাসী বুঝতে সক্ষম হয়েছে।
×