ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিতাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা, ৭ জনকে শোকজ

প্রকাশিত: ০৬:১০, ১৯ অক্টোবর ২০১৮

তিতাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা, ৭ জনকে শোকজ

স্টাফ রিপোর্টার ॥ তিতাস গ্যাস বিতরণ কোম্পানির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার মামলার পাশাপাশি ৭ জনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ২২ জনকে বদলি করা হয়েছে। এরমধ্যে ১১ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিতরণ কোম্পানি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়া মোস্তফা কামাল বলছেন তিনি এসব কাজে সকলের সহযোগিতা পাচ্ছেন। তবে কোন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী তাকে বক্তব্য দেয়ার সুযোগ দিচ্ছে তিতাস। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিএমডি আবদুল ওয়াহাব এবং সাবেক পরিচালক (অর্থ) ও বর্তমানে বাপেক্সের মহা ব্যবস্থাপক শংকর কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছ। এই দুজনসহ বুধবার সাময়িকভাবে বরখস্ত হওয়া ৫ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে তারা হলেন, উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মোঃ আব্দুর রশিদ, ব্যবস্থাপক (হিসাব) মোঃ হুমায়ুন কবির খান, উপ-ব্যবস্থাপক (বেতন ও তহবিল বিভাগ) নাজমুল হক, মিটারিং ও ভিজিল্যান্স টিমের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মহিদুর রহমান এবং পাইপলাইন নির্মাণ বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা খান। ২২ জনের মধ্যে ১১ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এদের মধ্যে আছে মিটারিং ও ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, সোনারগাঁও আঞ্চলিক বিক্রয় অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, একই অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আবু রায়হান, মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪-এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী বরুন কুমার রায়, আঞ্চলিক বিক্রয় অফিস নরসিংদীর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমান, আঞ্চলিক বিক্রয় বিভাগ সাভারের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সুমন দাশ, আঞ্চলিক বিক্রয় বিভাগ- সোনারগাঁওয়ের উপ-ব্যবস্থাপক আবুল কালাম ভুইয়া, মিটার ও ভিজিল্যান্স শাখার উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, আঞ্চলিক বিক্রয় বিভাগ- সোনারগাঁওয়ের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, একই অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোশাররফ হুসাইন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কাউছার আলম পলাশ। বদলি হওয়া ৯ জনকে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন, আঞ্চলিক বিক্রয় বিভাগ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম, একই অফিসের মিটারিং এন্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী শাহীদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের ব্যবস্থাপক প্রকৌশলী শেখ মনজুর আহমেদ, জেনারেল ইলেকট্রিক্যাল শাখার উপ-ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, আঞ্চলিক বিক্রয় অফিস-গাজীপুরের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাহ উর রহমান, আঞ্চলিক বিক্রয় অফিস-সাভারের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাদী মোহম্মদ আবদুর রহিম, অপারেশন কন্ট্রোল বিভাগের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, আঞ্চলিক বিক্রয় অফিস-সাভারের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শাকিল ম-ল এবং আঞ্চলিক বিক্রয় বিভাগ-গাজীপুরের উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল হক। এছাড়া আরও দুজনকে ছাড়পত্র গ্রহণ করে নতুন জায়গায় যোগদানের নির্দেশ দেয়া হয়। তারা হলে টিএন্ডটি শাখা- ডেমরা, সিস্টেম অপারেশন বিভাগ-দক্ষিণের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম ও ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম। জানা যায়, এই সব কর্মকর্তা ৬ থেকে সাত বছর ধরে একই কর্মস্থলে কাজ করছিলেন। এতে একটি সিন্ডিকেট গড়ে তুলে নানা অনিয়ম এবং দুর্নীতি করে আসছিলেন।
×