ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বড় পরিচয় আমরা বাঙালী ॥ এমিলি

প্রকাশিত: ০৪:১৮, ১৯ অক্টোবর ২০১৮

বড় পরিচয় আমরা বাঙালী ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এই দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। বড় পরিচয় আমরা বাঙালী। সকলে মায়ের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে। এখানে ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শুধু দেশের উন্নয়ন হয়নি মানুষেরও উন্নয়ন হয়েছে। বাঙালী সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। বাঙালীর নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি তথা দেশজ সংস্কৃতি ধারণে গাজরণ সৃষ্টি হয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর তথা সার্বিক মুক্তির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার টঙ্গীবাড়িতে পূজাম-প পরিদর্শন এবং শেখ রাসেলের জন্ম দিন নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য দিনব্যাপী টঙ্গীবাড়ির পূজামন্ডপগুলো পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায় এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
×