ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঐক্য তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৭, ১৯ অক্টোবর ২০১৮

ঐক্য তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ অক্টোবর ॥ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিভিন্ন মত-পথের লোক নিয়ে কোন ঐক্য হয় না। যে ঐক্য গড়ে উঠেছে সেখানে খুনী, রাজাকার, আলবদর, কিছু মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশের কিছু তথাকথিত সুশীল সমাজের লোক নিয়ে যে ঐক্য গড়ে উঠেছে; আমি মনে করি এই ঐক্য তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে। ইতোমধ্যে ভেঙ্গে যাওয়ার সুর বেজে উঠেছে। ঐক্য থেকে ন্যাপসহ কয়েকটি দল বেরিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির উন্নয়ন ও মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে নানা ধরনের মেরুকরণ দেখা দেয়। এটাও এক ধরনের মেরুকরণ, আমি একটু বিস্মিত হলাম যে, আসলে এটা একটি অদ্ভুত ধরনের মেরুকরণ, এ ঐক্য দেশের কোন কাজে আসবে না। ঐক্য করতে হলে একটি আদর্শ প্রয়োজন হয়। সেই আদর্শ এই ঐক্যের মধ্যে নেই। এটাই হলো বাস্তবতা। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে সমিতির উন্নয়ন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন, জজকোর্টের পিপি এমরান লতিফ, জিপি এ্যাডভোকেট চিত্তরঞ্জন মণ্ডল, স্পেশাল পিপি আবদুল মজিদ মিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান খান।
×