ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:১৭, ১৯ অক্টোবর ২০১৮

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানসমূহের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সোনারগাঁও এলাকায় ১৬ সেপ্টেম্বর মাগুরা পেপার মিলস্ লিঃ (শিল্প ও ক্যাপটিভ), আড়াইহাজার এলাকায় ২৪ সেপ্টেম্বর সবুর ভূইয়া ডাইংয়ের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর ভূইয়া ডাইংকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বিভাগীয় ভিজিল্যান্স টিম কর্তৃক গ্যাস কারচুপির কারণে ৯ সেপ্টেম্বর কোনাবাড়ীতে স্পেস সোয়েটার, অবৈধ স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে নরসিংদী এলাকায় ৫ সেপ্টেম্বর গৌরাঙ্গ ভাণ্ডার চানাচুর ফ্যাক্টরি ও মাহাদি এন্টারপ্রাইজ, ১০ সেপ্টেম্বর আরাফাত এন্টারপ্রাইজ ও ঝুমুর বিল্ডার্স, ২০ সেপ্টেম্বর সোনারগাঁও এলাকায় অনিক স্টিল ফার্নিসার, ৩০ সেপ্টেম্বর টঙ্গী এলাকায় অভ্যন্তরীণ লাইনে বুস্টার ব্যবহার করায় ইউনাইটেড মেটাল লি.র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় কালিয়াকৈর এলাকায় ১৭ সেপ্টেম্বর জেনারেল ফার্মাসিউটিক্যাল (শিল্প ও ক্যাপটিভ), ১৮ সেপ্টেম্বর গাজীপুরের মির্জাপুরে কালিয়ার রিপলিকা লিঃ (শিল্প ও ক্যাপটিভ), ৪ সেপ্টেম্বর সোনারগাঁও এলাকায় কনফিডেন্স স্টিল, ২৪ সেপ্টেম্বর রূপগঞ্জ এলাকায় গ্রামটেক নিট ডাইং এ্যান্ড গার্মেন্টস ইন্ডা. (শিল্প ও ক্যাপটিভ)-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস স্থাপনা পরিবর্তনের কারণে ১৩ সেপ্টেম্বর ঢাকার শ্যামপুরে ইউসুফ মেটাল ইঞ্জি.ওয়ার্কসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ৪ সেপ্টেম্বর রূপগঞ্জ এলাকায় ব্রিকল্যান্ড লিঃর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি।
×