ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নরসিংদী-৪ ॥ মনোনয়ন প্রত্যাশী আসলাম সানীর গণসংযোগ

প্রকাশিত: ০৪:১৫, ১৯ অক্টোবর ২০১৮

নরসিংদী-৪ ॥ মনোনয়ন প্রত্যাশী আসলাম সানীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বিকেএমইর সাবেক প্রথম সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এ এইচ আসলাম সানী বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ করেন। এ দিন তিনি বেলাব উপজেলার পোড়াদিয়া পূজাম-প পরিদর্শনের মধ্য দিয়ে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা খ্যাত মনোহরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অব. লে. কর্নেল আব্দুল রউফ বীর বিক্রম, নরসিংদী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এম এ রউফ সরদার, মনোহরদী উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের উপশিক্ষা সম্পাদক মাজহারুল ইসলাম। এরপর মোটরসাইকেল এবং গাড়ি বহর নিয়ে সানী এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাওয়া-পাওয়া বা প্রত্যাশাগুলো শুনেন এবং তাদের নানা বিষয়ে প্রতিশ্রুতি দেন। পরে হাতিরদিয়া, রথখোলা, কোচেরচর, একদুয়ারিয়া, দৌলতপুর, নারান্দী, মনোহরদী সদর, মৌলভীবাজার (চন্দনবাড়ি) লেবুতলা, ড্রেনেরঘাট, রামপুর, খিদিরপুর, সাগরদী, চালাকচর, বীরগাঁও, কাচিকাটাসহ এই আসনটির দুই উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মীবান্ধব আসলাম সানী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং বেলাব ও মনোরহদীকে শতভাগ শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি নতুন ভোটারদের সমর্থন চেয়ে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। পরে তিনি আরও কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
×