ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে বার্জার পেইন্ট

প্রকাশিত: ০৪:১২, ১৯ অক্টোবর ২০১৮

তৃতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে বার্জার পেইন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩০ একর জমিতে তৃতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে বার্জার পেইন্ট বাংলাদেশ। বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমির ইজারা চুক্তি করেছে বার্জার। বেজা আগামী ডিসেম্বরের মধ্যেই তাদের কাছে জমি হস্তান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে। ইজারা পাওয়া জমিতে আগামী ৫ বছরে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা করেছে বার্জার পেইন্ট। তাতে তিন থেকে চার শ’ লোকে কর্মসংস্থান সৃষ্টি হবে কর্তৃপক্ষের ভাষ্য। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ও পরিচালক আব্দুল খালেক ও বেজার নির্বাহী সদস্য হারুনুর রশীদ ইজারা চুক্তিতে সই করেন।
×