ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে আমান টেক্স

প্রকাশিত: ০৪:০৯, ১৯ অক্টোবর ২০১৮

পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে আমান টেক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে আমান টেক্স লিটিটেড। ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধের জন্য কোম্পানিটি এই অর্থ সংগ্রহ করবে। কোম্পানির শেয়ারের প্রস্তাবিত মূল্য নির্ধারণে বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে রোড শো আয়োজন করা হয়। রোড শোতে জানানো হয়, শেয়ার বাজার থেকে সংগৃহীত ২০০ কোটি টাকার মধ্যে ব্যবসা সম্প্রসারণের জন্য ৯৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কেনা হবে। এছাড়া ভবন নির্মাণে ৩২ কোটি ৬৬ লাখ টাকা, ঋণ পরিশোধে ৬৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠানে আমান টেক্সের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম ও স্বতন্ত্র পরিচালক মোঃ ইফতেখার-উজ-জামান উপস্থিত ছিলেন। রোড শো অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের প্রতিনিধি, বিদেশী বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
×