ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৩:৩৬, ১৯ অক্টোবর ২০১৮

ব্রাজিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ব্রাজিলের ফেডারেল পুলিশ মঙ্গলবার প্রেসিডেন্ট মিচেল তেমার, তার মেয়ে ও অন্য ১০ জনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ আনার জন্য প্রসিকিউটর জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছে। তেমার পোর্ট সেক্টরে কোম্পানিগুলোকে আর্থিক সুবিধা দেয়ার লক্ষ্যে ২০১৭-এর ক্ষেত্রে একটি ডিক্রী জারি করার জন্য ঘুষ গ্রহণ করেছেন কিনা তা এক বছরের বেশি সময় ধরে তদন্ত করেছে কেন্দ্রীয় পুলিশ। তেমার ২০১৬ সালের মে থেকে ক্ষমতায় রয়েছেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধ মামলা করা হবে কিনা, অফিস আরও তদন্তের অনুরোধ জানাবে কিনা বা মামলাটি বন্ধ করে দেয়া হবে কিনা; এসব ব্যাপারে এখন প্রসিকিউটরের অফিসকে সিদ্ধান্ত নিতে হবে। এতে অবশ্য কংগ্রেসের সবুজ সংকেতের প্রয়োজন হবে। সুপ্রীমকোর্টে মঙ্গলবার প্রদত্ত রিপোর্টে বলা হয়, ফেডারেল পুলিশ তদন্ত অনুযায়ী তাদের সকল সম্পদ বাজেয়াফত করার জন্যও অনুরোধ জানিয়েছে। প্রেসিডেন্টের প্ল্যানালটো প্রাসাদ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুলিশের রিপোর্ট বিষয়ে কথা বলবেন না। তেমারের (৭৮) বিরুদ্ধে দুর্নীতির জন্য গত বছর প্রসিকিউটরের অফিস থেকে দু’বার নিন্দা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের দু’সপ্তাহের কম সময় আগে তেমারের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হলো। চরম রক্ষণশীল জাইর বলসোনারো বামপন্থী ফার্নান্দো হাদাদের বিরুদ্ধে নির্বাচনে এগিয়ে আছেন। -এএফপি
×