ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমর্থন আদায়ে ব্যর্থ হলে যুক্তরাজ্যকে চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে হবে

প্রকাশিত: ০৩:৩৫, ১৯ অক্টোবর ২০১৮

সমর্থন আদায়ে ব্যর্থ হলে যুক্তরাজ্যকে চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে হবে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্তে কড়াকড়ি যেন না থাকে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা বা ব্রেক্সিটের অন্তর্বর্তী সময়সীমা কয়েকমাস বাড়ানো যেতে পারে। এদিকে ব্রেক্সিট চুক্তির জন্য নিজের দেশে সমর্থন আদায়ের জন্য মেকে চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, নিজ দেশের মধ্যে সমর্থন আদায় করতে না পারলে কোন চুক্তি ছাড়াই যুক্তরাজ্যকে ইইউ ত্যাগ করতে হবে। মে বলেছেন, ব্রেক্সিট নিয়ে ইইউ নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সময় বাড়ানোর প্রসঙ্গটি এসেছে। গার্ডিয়ান। তবে এটি নাও করা হতে পারে। আগামী মার্চে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করছে। পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী মেয়াদ ২০২০ সালের শেষ পর্যন্ত। টোরি দলের ব্রেক্সিট সমর্থক এমপিরা এ পরিকল্পনায় সন্তুষ্ট নয়। তারা বলছেন, জোটের থেকে বেরিয়ে আসার পরও যুক্তরাজ্য দীর্ঘ দিন পর্যন্ত ইইউর বিধির অধীনে থেকে যাবে। মে বুধবার ব্রাসেলসে ইইউ সম্মেলনে ২৭টি দেশের নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। নৈশভোজে দেয়া ভাষণে মে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, উত্তর আয়ারল্যান্ড বা ইউরোপের বাকি অংশের সঙ্গে হার্ড বর্ডার বা কাস্টম বর্ডার নিয়ে বিবাদ এড়াতে তারা ইতোমধ্যেই একটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। ‘আলোচনা থেকে অন্তর্বর্তী সময় বাড়ানোর নতুন একটি ধারণা পাওয়া গেছে। এটি এখনও কেবল ধারণার পর্যায়ে আছে। সময় বাড়ানো হলেও সেটি কয়েক মাস হতে পারে। তবে আমি আশা করি আমাদের সম্ভবত সেটি করতে হবে না। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই আমরা ইইউর সঙ্গে বেরিয়ে আসার কাজ শেষ করে ফেলব আশা করি।’ ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন হলেও অন্তর্বর্তী সময়ে ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মোটামুটি একইরকম থাকবে। মে এই সময়টিকে বাস্তবায়নকালীন সময় বলছেন।
×