ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রশিদ-মরগানের নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ অক্টোবর ২০১৮

রশিদ-মরগানের নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ওয়ানডেতেও স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের জয় এবার ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ক্যান্ডিতে বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে টসে হেরে ব্যাটিং পাওয়া লঙ্কানরা। নিরোশান দিকওয়েলা ৩৬, সাদিরা সামারাবিক্রমা ৩৫ ও অধিনায়ক চান্দিমাল আউট হন ৩৪ রান করে। ইংলিশদের হয়ে লেগস্পিনার আদিল রশিদ ৪ ও পেসার টম কুরান নেন ৩টি করে উইকেট। জবাবে ওপেনার জেসন রয়ের ২৬ বলে ৪১, অধিনায়ক ইয়ন মরগানের ৪৯ বলে অপরাজিত ৫৮ ও বেন স্টোকসের ২৪ বলে অপরাজিত ৩৫ রানে ভর করে ১৮ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৫ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০ তে এগিয়ে গেল অতিথি ইংলিশরা।
×