ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা;###;বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ॥ তৃতীয় অধ্যায় প্রস্তুতি-১ ॥ বহুনির্বাচনী-৩০

সুধীর বরণ মাঝি

প্রকাশিত: ০৮:০২, ১৮ অক্টোবর ২০১৮

সুধীর বরণ মাঝি

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। পূর্বের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে? (ক) সামাজিক পরিবর্তন (খ) সাংস্কৃতায়ন (গ) সাংস্কৃতিক আত্তীকরণ (ঘ) সাংস্কৃতিক পরিবর্তন। ২। বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কী বলে ? (ক) সাংস্কৃতিক আদর্শ (খ) সাংস্কৃতিক ব্যাপ্তি (গ) সাংস্কৃতায়ন (ঘ) সাংস্কৃতিক আত্তীকরণ । ৩। বাঙালি পুরুষা পহেলা বৈশাখে পাঞ্জাবী ও মেয়েরো শাড়ি পরে। এটাকে কী বলে? (ক) সাংস্কৃতিক আত্তীকরণ (খ) সাংস্কৃতিক আদর্শ (গ) সাংস্কৃতিক ব্যাপ্তি (ঘ) সাংস্কৃতায়ন। ৪। নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল? (ক) শ্রেণিকক্ষে স্পিকার ব্যবহার (খ) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের দলগত কাজ করা (গ) শিক্ষার্থীদের বাড়ির কাজ প্রদর্শন (ঘ) শিক্ষার্থীর মুখস্ত পড়া। ৫। কীর্তন গান রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন। কেননা সুলতানি আমলে (র) হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ (রর) শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক (ররর) এটিই বাঙালির প্রথম সাহিত্য কর্ম ছিল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭নং প্রশ্নের উত্তর দাও ঃ মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান। ‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ ৬। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন? (ক) মুর্শিদি (খ) ভাওয়াইয়া (গ) বারমাস্যা (ঘ) বাউল । ৭। মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে ? (ক) আধ্যাত্মিক সাধনা (খ) নৈসর্গিক অবস্থা (গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য (ঘ) সাহিত্য শিল্পের চর্চা। ৮। পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন আমলে? (ক) মোঘল আমলে খ) সেন আমলে (গ) সুলতানি আমলে (ঘ) পাল আমলে। ৯। দেশীয় দেব-দেবীকে নিয়ে রচিত কাব্যকাহিনী কী নামে পরিচিত ? (ক) মঙ্গলকাব্য (খ) মনসাকাব্য (গ) গদ্যকাব্য (ঘ) গীতিকাব্য। ১০। বাংলাদেশে সংস্কৃতির ক্ষেত্রে যৌক্তিক তথ্যসমূহ হলো- (র) প্রয়োজন পূরণের লক্ষে পরিবর্তিত হয় (রর) পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তিত হয় (ররর) যুগের সাথে সঙ্গতি রেখে পরিবর্তিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। কোন আমলে শ্রী চৈতন্য ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার জাগে? (ক) পাল আমলে (খ) সেন আমলে (গ) সুলতানি আমলে (ঘ) মোঘল আমলে । ১২। সংস্কৃতির প্রকারভেদ- (র) বস্তুগত সংস্কৃতি (রর) অবস্তুগত সংস্কৃতি (ররর) প্রথাগত সংস্কৃতি। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে- (র) অঞ্চলভেদে (রর) সমাজভেদে (ররর) দেশভেদে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। ছোট সোন মসজিদ ,নবাব কাটরা কোন আমলের স্থাপত্য নিদর্শন ? (ক) সুলতানি (খ) মোঘল (গ) ব্রিটিশ (ঘ) পাকিস্তানি। ১৫। কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন ? (ক) তিন হাজার (খ) চার হাজার (গ) পাঁচ হাজার (ঘ) ছয় হাজার । ১৬। সংস্কৃতি মানুষের - (র) চিন্তা শক্তি বিকশিত করে (রর) সম্পদ বৃদ্ধি করে (ররর) সৃজনশীলতার পরিচয় বাড়ায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। প্রায় কত বছর আগে চর্যাপদ রচিত হয়েছে ? (ক) এক হাজার বছর (খ) দেড় হাজার বছর (গ) দুই হাজার বছর (ঘ) তিন হাজার বছর। উত্তর ঃ ১(ঘ), ২(গ), ৩(খ), ৪(ক), ৫(গ), ৬(ক), ৭(ক), ৮(ঘ), ৯(ক), ১০(ঘ), ১১(গ), ১২(ক), ১৩(ঘ), ১৪(ক), ১৫(ঘ), ১৬(খ), ১৭(খ)।
×