ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপানের চার গোল উরুগুয়ের জালে

প্রকাশিত: ০৭:২১, ১৮ অক্টোবর ২০১৮

জাপানের চার গোল উরুগুয়ের জালে

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবলে দুর্দান্ত জয় পেয়েছে এশিয়ার দেশ জাপান। মঙ্গলবার দক্ষিণ আমেরিকার পরাশক্তি উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে ব্লু সামুরাইরা। জাপানের সাইতামায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন তাকুমি মিনামিনু। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালিস্টদের বিপক্ষে এ জয়ের ফলে নবনিযুক্ত কোচ হাজিমে মরিয়াসোর অধীনে তিন ম্যাচের সবকটিতেই জয়ের রেকর্ড গড়েছে জাপানীরা। অন্যদিকে পাঁচদিনের মধ্যে টানা দুটি হারের স্বাদ পেয়েছে উরুগুয়ে। এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল লুইস সুয়ারেজের দেশ। ম্যাচের দশম মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন মিনামিনু (১-০)। ২৮ মিনিটে গোলটি পরিশোধ করে দেন সফরকারী দলের গাসটন পেরেইরো (১-১)। ৩৬ মিনিটে জাপানের হয়ে ইয়ুয়া ওসাকা গোল করে ফের এগিয়ে দেন জাপানকে। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে এডিনসন কাভানির গোলে আবারও সমতা ফেরায় উরুগুয়েকে (২-২)। দুই মিনিট পর রিসটু ডুয়ানের গোলে আবারও লিডে ফিরে জাপান (৩-২)। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানকে ৪-২ গোলে এগিয়ে দেন মিনামিনু। ম্যাচের ৭৫ মিনিটে জোনাথন রড্রিগুয়েজের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় উরুগুয়ে (৪-৩)। তবে বাকি সময় আর গোল না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
×