ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

প্রকাশিত: ০৭:১৯, ১৮ অক্টোবর ২০১৮

আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবি টেস্টে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে পাকিস্তান। সেঞ্চুরি-আফসোস সত্ত্বেও প্রথমদিন প্রথম ইনিংসে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছিলেন ফখর জামান (৯৪) ও অধিনায়ক সরফরাজ আহমেদ (৯৪)। আর দ্বিতীয়দিনে সেটি পূর্ণতা পেয়েছে মোহাম্মদ আব্বাসের (৫/৩৩) দুর্ধর্ষ পেস আক্রমণে। বোলিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্পিনার বিলাল আসিফ (৩/২৩)। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৪৫-এ। এরপর মাত্র ৪৪ ওভারে ২ উইকেটে ১৪৪ রান তুলে এরই মধ্যে ২৮১ রানের লিড পাকিস্তানের। ফখর আউট হয়েছেন ৬৬ রান করে, মোহাম্মদ হাফিজ ৬। আজহার আলি ৫৪ ও হারিস সোহেল ব্যক্তিগত ১৭ রান নিয়ে ক্রিজে আছেন। উল্লেখ্য, দুবাইয়ে প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচের ওপরই সিরিজের ভাগ্য নির্ভর করছে। পাকিস্তানের মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ১২.৪ ওভার বল করে ৪ মেডেনসহ ৩৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার সঙ্গে ১০ ওভার বল করে ৩ মেডেনসহ ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বিলাল আসিফ। এই দুই বোলারের বোলিং তোপে ৫০.৪ ওভারে মাত্র ১৪৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের লিড পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে বুধবার দ্বিতীয়দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৩৬ রানে তৃতীয়, ৫৬ রানে চতুর্থ, ৭৫ রানে পঞ্চম, ৮৫ রানে ষষ্ঠ, ৯১ রানে সপ্তম, ১২৮ রানে অষ্টম, ১৩২ রানে নবম ও ১৪৫ রানে দশম উইকেট হারায় তারা। আসা-যাওয়ার মিছিলে ব্যাট হাতে এ্যারোন ফিঞ্চ সর্বোচ্চ ৩৯ রান করেন। ৩৪টি রান করেন মিচেল স্টার্ক। ২৫ রান আসে লাবুশেনের ব্যাট থেকে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৭ রানেই চার চারটি উইকেট হারিয়েও অভিষিক্ত ফখর জামানের ৯৪ ও অধিনায়ক সরফরাজ আহমেদের ৯৪ দারুণ দুটি ইনিংসের রানে ভর করে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ২৮২/১০ (৮১ ওভার; ফখর ৯৪, হাফিজ ৪, আজহার ১৫, হারিস ০, শফিক ০, বাবর ০, সরফরাজ ৯৪, বিলাল ১২, ইয়াসির ২৮, আব্বাস ১০, হামজা ৪*; স্টার্ক ২/৩৭, সিডল ০/৩৯, মিচেল মার্শ ১/২৭, লেয়ন ৪/৭৮, হল্যান্ড ০/৪৫, লাবুশেন ৩/৪৫) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৪৪/২ (৪৪ ওভার; ফখর ৬৬, হাফিজ ৬, আজহার ৫৪*, হারিস ১৭*; স্টার্ক ১/২২, সিডল ০/২৮, লেয়ন ১/৫৯, হল্যান্ড ০/১৭, লাবুশেন ০/১৮)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ১৪৫/১০ (৫০.৪ ওভার; খাজা ৩, ফিঞ্চ ৩৯, সিডল ৪, শন মার্শ ৩, ট্রেভর হেড ১৪, মিচেল মার্শ ১৩, লাবুশেন ২৫, পেইন ৩, স্টার্ক ৩৪, লেয়ন ২, হল্যান্ড ২*; আব্বাস ৫/৩৩, হামজা ০/২৭, ইয়াসির ১/৫৯, বিলাল ৩/২৩)। * দ্বিতীয়দিন শেষে
×