ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আট পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ অক্টোবর ২০১৮

আট পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের আট পরিবারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান বীমা দাবির চেক হস্তান্তর করেন। দুর্ঘটনায় নিহতদের ছয় পরিবারের প্রত্যেককে ৫১ হাজার ২৫০ ইউএস ডলার করে দেয়া হয়। এছাড়া আহতদের দুই পরিবারের প্রত্যেককে ৪২ হাজার ইউএস ডলার করে দেয়া হয়। আজ সর্বমোট তিন লাখ ৪৯ হাজার ৫০০ ইউএস ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। এর আগে দুর্ঘটনার শিকার আট পরিবারের মাঝে ক্ষতিপূরণের চার লাখ ১০ হাজার ইউএস ডলার বিতরণ করা হয়।
×