ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিত্তিহীন, গায়েবি মামলা গ্রহণে পুলিশী প্রবণতায় টিআইবির উদ্বেগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ অক্টোবর ২০১৮

ভিত্তিহীন, গায়েবি মামলা গ্রহণে পুলিশী প্রবণতায় টিআইবির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে অবস্থানরত, ঘটনাস্থলে অনুপস্থিত, এমনকি মৃত ব্যক্তিদেরও মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার পুলিশী প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ভিত্তিহীন বা গায়েবি মামলাকে পুলিশের অদক্ষতা ও দায়িত্বে অবহেলার পরিচায়ক উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থাকে এ ধরনের আত্মঘাতী কর্মকা- থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সই করা ওই বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, দেশের বিভিন্নস্থানে ‘গায়েবি মামলা’ দায়েরের ঘটনা ঘটেছে, যেখানে আসামি হিসেবে ঘটনাস্থলে অনুপস্থিত, বিদেশে অবস্থানরত এমনকি মৃত ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হয়েছে।
×