ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাধবদীতে অভিযানে নারী জঙ্গী মৌ ও মেঘনার আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ অক্টোবর ২০১৮

মাধবদীতে অভিযানে নারী জঙ্গী মৌ ও মেঘনার আত্মসমর্পণ

মোস্তফা কামাল সরকার, নরসিংদী থেকে ॥ নরসিংদীর মাধবদীতে জঙ্গী আস্তানায় টানা দুই দিনের অপারেশন শেষ হয়েছে। বুধবার অভিযানের শেষ দিনে এক পর্যায়ে আত্মসমর্পণ করেছে মেঘনা ও মৌ নামে দুই নারী জঙ্গী। তারা জামায়াত নিয়ন্ত্রিত বেসরকারী মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রী সংস্থার মাধ্যমে রাজনীতিতে ঢুকেছিল এরা। পরে তারা জঙ্গী কর্মকা-ে জড়িয়ে পড়ে। আত্মসমর্পণ করা নারী জঙ্গীদের কড়া নিরাপত্তায় পুলিশ নিজেদের হেফাজতে হাসপাতালে নিয়ে যায়। দুই নারী জঙ্গীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এদিকে মঙ্গলবার চালানো অভিযানে অপর আস্তানায় নিহত দুই জঙ্গীর পরিচয় মিলেছে। গ্রেফতারকৃত দুই নারী জঙ্গীর সঙ্গে সম্প্রতি র‌্যাবের অভিযানে চট্টগ্রামে আবিষ্কৃত জঙ্গী আস্তানার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি পর পর তিনটি জঙ্গী আস্তানা আবিষ্কৃত হওয়ার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সর্বজনীন শারদোৎসবের মধ্যে পর পর দুটি জঙ্গী আস্তানার সন্ধান মেলার ঘটনায় মানুষের মধ্যে এক ধরনের বাড়তি আতঙ্ক রিবাজ করছে। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও জঙ্গীরা নতুন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রগুলো বলছে। গত সোমবার সকাল দশটা থেকে নরসিংদীর মাধবদীর জঙ্গী আস্তানায় নতুন করে অভিযান চালানো হয়। অভিযানের সময় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় দোকানপাট স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠান। মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। বেলা তিনটা নাগাদ সাঁড়াশি অভিযান চলে। এ সময় আশপাশের সব রাস্তায় সর্বসাধারণের ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগেই জঙ্গী আস্তানায় পানি ,বিদ্যুত, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে টানা ৫ ঘণ্টার অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়। অভিযানের ফাঁকে ফাঁকে হ্যান্ডমাইকযোগে ভেতরে থাকা জঙ্গীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। কিন্তু কোন কিছুতেই জঙ্গীরা আত্মসমর্পণ করছিল না। বেলা তিনটা নাগাদ অভিযানের তীব্রতা বাড়ালে জঙ্গীরা আত্মসমর্পণে রাজি হয়। শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করে। পরে কড়া নিরাপত্তায় এ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আত্মসমর্পণের মধ্যদিয়ে অভিযান শেষ হয়। ভেতরে আর কোন জঙ্গী নেই বলে নিশ্চিত করেন জঙ্গীরা। অভিযান শেষে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গীর সঙ্গে মঙ্গলবারের অভিযানে শেখেরচরের আস্তানায় নিহত দুই জঙ্গির যোগাযোগ ছিল। আত্মসমর্পণ করেছে খাদিজা আক্তার মেঘনা ও মৌ নামে দুই নারী জঙ্গী। এ অভিযানে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অনেক বোঝানোর পর দুই নারী জঙ্গীকে আত্মসমর্পণে রাজি করানো গেছে। আত্মসমর্পণকারী নারী জঙ্গীরা হাজী আফজাল হোসেনের সাততলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আস্তানা গড়ে তুলেছিল। আস্তানায় আরও অনেক জঙ্গী যাতায়াত করত। মাধবদী ও ভগীরথপুরের জঙ্গী আস্তানা দুটি একই সূত্রে গাঁথা। নিহত দুই জঙ্গী ও আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গীর মধ্যে ৩ জন ’১৭ সালের আগস্টে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জঙ্গীবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছিল। আদালত থেকে জামিন পাওয়ার পর আবার তারা জঙ্গী কর্মকা-ে জড়িয়ে পড়ে। তারা নিজ বাড়িতে না গিয়ে নরসিংদী ভগীরথপুর ও মাধবদীতে পৃথক দুটি জঙ্গী আস্তানা গড়ে তোলে। গত ৭ অক্টোবর নাজমুল ও হাফেজ নামে দুই জনের সহায়তায় বাসা ভাড়া নিয়ে তারা নরসিংদীতে আস্তানা গড়ে তুলেছিল। নাজমুল ও হাফেজকে পুলিশ গ্রেফতার করেছে। মাধবদীর জঙ্গী আস্তানায় কিছু বিস্ফোরক ছিল, সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গী জামায়াত নিয়ন্ত্রিত বেসরকারী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী ছিল। তিনি জানান, মঙ্গলবার চালানো মাধবদী সংলগ্ন ভগীরথপুরের আস্তানায় নিহত দুই আত্মঘাতী জঙ্গীর পরিচয় মিলেছে। যার মধ্যে একজন নারী অপরজন পুুরুষ। নিহতরা হচ্ছে, আকলিমা আক্তার মনি ও তার স্বামী আবু আব্দুল্লাহ বাঙালী। প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সোমবার রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড়ে আফজাল হাজীর সাততলা ভবন ‘নিলুফা ভিলা’ এবং সদর উপজেলার শেখেরচরের দীঘিরপাড়ে বিল্লালের বাড়িটি জঙ্গী আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ ও সিটিটিসি ইউনিটের সদস্যরা। রাতেই দফায় দফায় সেখানে অভিযান চালানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু রাতে পুরোপুরি সফল অভিযান চালানো সম্ভব হয় না। ভেতরের জঙ্গীদের হ্যান্ডমাইকযোগে আত্মসমর্পণ করতে বার বার আহ্বান জানানো হলেও তারা সাড়া দেয় না। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি মনিরুল ইসলাম জানান, তারা বার বার হ্যান্ডমাইকযোগে আস্তানায় থাকা জঙ্গীদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানালেও ভেতরে সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আস্তানার ভেতরে জঙ্গীদের চলাফেরা এবং তাদের আক্রমণের প্রস্তুতির বিষয়টি প্রযুক্তির মাধ্যমে অনুমান করতে পারছিল তারা। শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ না করলে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। শেষ পর্যন্ত বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশও গুলি চালাতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তানায় তল্লাশি চালিয়ে নারী জঙ্গী মনি ও পুরুষ জঙ্গী আবদুল্লাহ বাঙালীর লাশ মেলে। পুলিশ জানায়, ২০১৬ সালের ১৪ ও ১৫ আগস্ট গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব সন্দেহভাজন চার নারী জঙ্গীকে গ্রেফতার করেছিল। সেই চার নারী জঙ্গীর মধ্যে নরসিংদীর একটি জঙ্গী আস্তানা থেকে আত্মসমর্পণকারী জঙ্গী মৌ ও মেঘনা রয়েছে। মৌসুমী ওরফে মৌ মিরপুরের ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করে। এরপর ২০১২ সালে মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজ থেকে জিপিএ ৪.৬০ পেয়ে এইচএসসি পাস করে। মেডিক্যাল ও ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফার্মগেটের ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হয়। ২০১৩ সালে সে মানারাত ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। এছাড়া জনতা হাউজিংয়েরই একটি বাড়ির পঞ্চমতলায় এক পরিবারের সঙ্গে সাবলেট হিসেবে থাকত খাদিজা পারভীন ওরফে মেঘনা। সে ২০১৩ সালে জিপিএ ৪.৭০ পেয়ে এইচএসসি পাস করে। ওই বছরই রোকনুজ্জামান নামে এক যুবকের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। সেও মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল।
×