ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে লাইটার জাহাজে অগ্নিকাণ্ড ॥ লস্করের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে লাইটার জাহাজে অগ্নিকাণ্ড ॥ লস্করের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে অগ্নিকা-ের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম ছিলেন ওই জাহাজেরই লস্কর। মঙ্গলবার রাত ১১টার দিকে এমভি এপিএস-১ নামের জাহাজে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২ জন দগ্ধ হয়েছেন। জানা যায়, সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভাঙ্গাবাজার এলাকায়। অজ্ঞাত কারণে আগুন লাগে জাহাজে। এতে নাহিদ ও মিজান নামের আরও জাহাজের দুই কর্মী দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। পরে নাহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কেশবপুরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৭ অক্টোবর ॥ মঙ্গলবার রাতে কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও বনবিভাগ গভীর রাতে ওই গ্রামের কৃষক উবায়দুর রহমানের গোয়ালঘরে হানা দিয়ে একটি ছাগল মেরে ফেলে মেছো বাঘ। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পায় বাঘকে। তাদের চিৎকারে ওই প্রাণী গোয়ালঘর থেকে বেরিয়ে বাগানে চলে যায়। মৃত ছাগলটিকে গোয়ালে রেখে বাড়ির মালিকরা পাহারা বসায়। কিছুক্ষণ পর ছাগল খেতে পুনরায় এলে এলাকাবাসী মেছো বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।
×