ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ঘাতক ট্রাক্টর চালকের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ অক্টোবর ২০১৮

নওগাঁয় ঘাতক ট্রাক্টর চালকের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ অক্টোবর ॥ রানীনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অভি হোসেন নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় চালককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মামলা দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সকাল থেকে রানীনগর উপজেলার সদরের পাশে সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির সামনে অভি হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, স্পিড ব্রেকার নির্মাণের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নিলেও বিকেল ৫টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। সদর উপজেলার চকবুলাকী গ্রামের মোস্তাফিজুর রহমানের একমাত্র পুত্র ও সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভি হোসেন মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে রানীনগর উপজেলার সদরের বাসস্ট্যান্ডের দিকে বাইসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলা পশু হাসপাতাল মোড়ে একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অভিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অভি মারা যায়।
×