ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে নিরোধ আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে ॥ চুমকি

প্রকাশিত: ০৪:৩৮, ১৮ অক্টোবর ২০১৮

বাল্যবিয়ে নিরোধ আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হবে ॥ চুমকি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জন্ম নিবন্ধন নিশ্চিত হলে বাল্যবিয়ে বন্ধ নিশ্চিত হয়ে যাবে। ১৮ বছরের নিচে কোন মেয়ে বা ছেলে যদি নিজের ইচ্ছাও বিয়ে করে তাহলে তাদের জন্য শাস্তির বিধান রয়েছে। বাল্যবিয়ে নিরোধ আইন অমান্যকারী প্রত্যেকেরই শাস্তি পেতে হবে। গাজীপুর সদর উপজেলার বলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সকালে আয়োজিত শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ওইসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত, বাড়িয়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শুকুর, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, মেয়েদের বাল্যবিয়ে হলে তাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যায়।
×