ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশিত: ০৪:৩৭, ১৮ অক্টোবর ২০১৮

বি’বাড়িয়ায় নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নৈশ প্রহরী জয়নাল আবেদীন হত্যা মামলায় আব্দুল মতিন নামের একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অপর আসামি হুমায়ূন মিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে। দ-প্রাপ্ত মতিন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। বুধবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এই রায় প্রদান করেন। নিহত জয়নাল আবেদীনের পক্ষে আইনজীবী বসির আহমেদ খান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন যাবত স্থানীয় আমতলী বাজারে নৈশপ্রহরী পেশায় নিয়োজিত ছিলেন। ২০১৪ সালের ১৬ জুলাই সদর উপজেলার ভাটপাড়া গ্রামের রাজঘরের আমতলী বাজারে জয়নাল আবেদীনকে হত্যা করা হয়। এই ঘটনার পরদিন নিহতের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় আব্দুল মতিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
×