ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত আরাকানী হিন্দুরা

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত আরাকানী হিন্দুরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের রাখাইনে সহিংসতার ঘটনায় সেখান থেকে রোহিঙ্গাদের সঙ্গে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া আরাকানী হিন্দুরা দুর্গোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে নতুন কাপড়সহ নানা সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। ওসব আরাকানী হিন্দুদের পূজার যাবতীয় আয়োজন করেছে জেলা প্রশাসন। আশ্রয় শিবিরে নির্ভয়ে পূজা উদ্যাপনে কক্সবাজার জেলা পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় স্বাচ্ছন্দ্যে দুর্গোৎসব পালন করছেন তারা। গত এক বছরেরও বেশি সময় ধরে ওসব আরাকানী হিন্দুদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারের দুর্গোৎসবেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমা বিসর্জনের যাবতীয় সুযোগ-সুবিধাসহ এই দুর্গোৎসবে তিনি ত্রাণের পাশাপাশি শুভেচ্ছা উপহারও পাঠিয়েছেন। গতবছরের ২৭ আগস্ট রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসে ১৬৫ পরিবারের ৫২৩ জন আরাকানী হিন্দু। এরমধ্যে ৬ পরিবারের ২৭ জন হিন্দু ফের মিয়ানমারে পালিয়ে গেলেও ৪৯৬ হিন্দুকে বিশেষ নিরাপত্তায় রাখে বাংলাদেশ সরকার। রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসার পর থেকে চাল, ডাল, তেল ও নানা ত্রাণসামগ্রী পেয়ে আসছি জানিয়ে আশ্রিত হিন্দু রুনু বালা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমি খুব খুশি। নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে এসে দুর্গোৎসবে শামিল হতে পেরে এবং সম্মান পেয়ে বাংলাদেশ সরকারকে আশীর্বাদ জানাচ্ছি। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয় ক্যাম্পের হিন্দুদের থাকা, খাওয়া চিকিৎসা সবই দিয়ে আসছি। তারপরও পূজা উপলক্ষে ওসব হিন্দুদের জন্য প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। এতে নতুন শাড়ি, লুঙ্গি ও বাড়তি খাবারসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, দুর্গোৎসবে উখিয়ার কুতুপালং হিন্দু ক্যাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
×