ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ অক্টোবর ২০১৮

ভোলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ অক্টোবর ॥ ভোলার সদর উপজেলার আলীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তছির আহমেদ (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর আশঙ্কাজনক অবস্থায় আহত তছিরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, আলী নগর ইউনিয়নের হাজির হাট সড়ক এলাকায় সন্ধ্যার আগে তছির আহমেদ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগলে তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। পরে রাত ১১টার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তছির ১৯৮৯ সাল থেকে পর পর দুইবার ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এদিকে তছিরে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ , জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্য নেতৃবৃন্দ। এদিকে আজ বুধবার দুপুর সোয়া ২ টায় নিহতের জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে ভোলা থানার ওসি ছগির মিঞা জানান, এ ঘটনায় থানায় এখনও কোন মামলা হয়নি। চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায় , চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে বাসের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত নুরুল আজিম ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ম্যানেজার। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানা পুলিশ জানায়, একটি সিএনজি অটোারিক্সাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা নুরুল আজিম। দেওয়ানহাট মোড় এলাকায় একটি বাস অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
×