ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপে প্লে স্টোর ব্যবহারে ফি নেবে গুগল

প্রকাশিত: ০৪:২৭, ১৮ অক্টোবর ২০১৮

ইউরোপে প্লে স্টোর ব্যবহারে ফি নেবে গুগল

ইউরোপে ‘গুগল প্লে’ এ্যাপ স্টোর ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোন নির্মাতাদের কাছ থেকে লাইসেন্সিং ফি নেবে গুগল। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের এ্যান্ট্রিট্রাস্ট আদেশ মানতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিদ্বন্দ্বী অপারেটিং সিস্টেম ব্যবহারেরও সুযোগ দেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। মঙ্গলবার নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল। এ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার দায়ে তিন মাস আগে গুগলকে পাঁচ শ’ কোটি মার্কিন ডলার জরিমানা করে ইউরোপিয়ান কমিশন। গুগলের পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় আইনের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতিষ্ঠানের আয়ে যে চোট লেগেছে লাইসেন্সিং ফি থেকে পাওয়া অর্থ সেটা পুষিয়ে দেবে। -অর্থনৈতিক রিপোর্টার
×