ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শো-কেস কোরিয়া শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৪:২২, ১৮ অক্টোবর ২০১৮

শো-কেস কোরিয়া শুরু হচ্ছে কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল শুরু হচ্ছে শো কেস কোরিয়া। কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় কোরিয়ার দূতাবাস এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা) এর সহযোগিতায় কোরিয়ার পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো-কেস কোরিয়া অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান শাহাব উদ্দীন খান। মেলায় এলজি ইলেক্ট্রনিকস ও ইয়ংওয়ান কর্পোরেশন অন্যতম স্পন্সর। মেলায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির উৎপাদিত ইলেকট্রনিক পণ্য, গার্মেন্টস পণ্য, যন্ত্রপাতি, কসমেটিকস, বিভিন্ন মেশিন, গাড়ি ইত্যাদি প্রদর্শন করা হবে। এলজি বাংলাদেশ এবং স্যামসং ইলেকট্রনিকস তাদের পণ্য ও মোবাইল ফোন দিয়ে মেলায় অংশগ্রহণ করবে। কিআ মোটরস, হুন্ডাই ও স্যাংইয়ং কোম্পানির গাড়ি প্রদর্শন করা হবে। পাশাপাশি উন্নত মানের টায়ার, ফর্ক লিফট, পেপার ও প্লাস্টিক পণ্য মেলায় প্রদর্শন করা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং-ইল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলামসহ অন্যান্য উভয় দেশের ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। মেলা সকাল ১০ টাকা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ডং-জুন লি, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ডিরেক্টর জেনারেল জং ওয়ান কিম, কেবিসিসিআই এর সিইও ডু-কি পার্ক (হেরী), এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ এবং কেবিসিসিআইয়ের সহ-সভাপতি ডং কন সন উপস্থিত ছিলেন।
×