ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিস এশিয়া ফিলিপিনো শরিফা

প্রকাশিত: ০৪:১৬, ১৮ অক্টোবর ২০১৮

মিস এশিয়া ফিলিপিনো শরিফা

৫০ বছরের মধ্যে এই প্রথম একজন ফিলিপিনো মুসলিম তরুণী মিস এশিয়া প্যাসিফিক মুকুট জয় করলেন। ফিলিপিনো সুন্দরীদের মুকুট জয়ের এটি পঞ্চম ঘটনা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে শরিফা বলেন, বিশ্বজুড়ে ভয়ঙ্কর সমস্যা সাইবার ক্রাইমকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মারজানা চৌধুরী ২০তম স্থান পান -ফিলিপিন স্টার বুদ্ধদেবের বই বেচছেন বিমান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকলেও সচল রেখেছেন তার কলম। তার লেখা ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ বইটি এবার পূজার স্টলে আসার সঙ্গে সঙ্গে সব কপি বিক্রি হয়ে যায়। দু’বছর আগের পূজায় তার ‘ফিরে দেখা’ বইটিরও খুব কাটতি হয়েছিল। অনেকে মনে করেন, জনসমক্ষে না থাকা বুদ্ধ বাবুকে নিয়ে কৌতূহলই তার বইয়ের প্রতি বাড়তি আগ্রহের অন্যতম কারণ -আনন্দবাজার পত্রিকা
×