ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে আর ফিরবেন না সৌদি রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:১৩, ১৮ অক্টোবর ২০১৮

ওয়াশিংটনে আর ফিরবেন না সৌদি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত শাহজাদা খালিদ বিন সালমান আর দূত হিসেবে ফিরে যাবেন না বলে প্রতিবেদনে মঙ্গলবার জানা গেছে। যদিও তার জায়গায় কাকে স্থলাভিষিক্ত করা হবে অথবা কখন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যাবেন তা স্পষ্ট নয় বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে সাবেক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতিতে জানিয়েছে। দ্য নিউ আরব। শাহজাদা খালিদ বিন সালমান সৌদি যুবরাজ বিন সালমানের ছোট ভাই। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার প্রেক্ষিতে গত সপ্তাহে শাহজাদা খালিদ সৌদি আরবে ফিরে যান। সাংবাদিক খাশোগির ঘটনাকে কেন্দ্র করে মার্কিন-সৌদি সম্পর্কের দূরত্ব তৈরি হয়। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগি সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ছিলেন। তার হত্যার ঘটনায় সৌদি মিত্ররা ক্ষুব্ধ হয়। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ সৌদি আরবের শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদাররা শাস্তির হুমকি দেয়। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
×