ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ॥ প্রথম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১০, ১৭ অক্টোবর ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? (ক) নবাব সিরাজউদ্দৌলা (খ) ফকরুদ্দিন মোবারক শাহ (গ) নবাব আলীবর্দি খাঁ (ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ২। শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্য ন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন- (র) দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত (রর) বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত (ররর) শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ আশার দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে,বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হত। তবে তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো। ৩। আশার দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? (ক) নবাব শাসন (খ) সুবেদার শাসন (গ) দ্বৈত শাসন (ঘ) ইংরেজ শাসন। ৪। বর্ণিত ঘটনার ফলে- (র) দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে (রর) জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় (ররর) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর। ৫। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার জনসংখ্যা কত ছিল? (ক) ৩ কোটি (খ) ৪ কোটি (গ) ৫ কোটি (ঘ) ৬ কোটি। ৬। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? (ক) ১৭৫৭ সালের ২৩জুন (খ) ১৮৫৭সালের ২৩জুন (গ) ১৭৫৭সালের ৩০মার্চ (ঘ) ১৭৭৫সালের ২৬মার্চ । ৭। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে- (র ) দুর্ভিক্ষ দেখা দেয় (রর) প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয় (ররর) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ৮। ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি হয় কত সালে? (ক) ১৬৪৮ সালে (খ) ১৬৫৮ সালে (গ) ১৬৭৮ সালে (ঘ) ১৬৯৮ সালে । ৯। ১৮৫৩ সালে বাংলা প্রদেশকে দ্বিখন্ডিত করেছিল কোন ঔপনিবেশিকরা ? (ক) ফরাসি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) ব্রিটিশ। ১০। পলাশীর যুদ্ধের মাধ্যমে- (র) ঔপনিবেশিক শক্তির বিজয় (রর) ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে (ররর) শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ১১। ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক ছিলেন? (ক) ফ্রান্স (খ) পর্তুগাল (গ) জাপান (ঘ) ইতালী । ১২। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলা জুড়ে- (র) মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে (রর) মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে (ররর) মুসলিম শাসন তিনটি প্রদেশে বিভিক্ত ছিল। নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৩। বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে পরিলক্ষিত হয়- (র) দেশপ্রেমের চেতনা (রর) শিক্ষার প্রতি উদাসীনতা (ররর) রাজনৈতিক সচেতনতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন - (ক) লর্ড ক্যানিং (খ) উইলিয়াম হেজেজ (গ) লর্ড হার্ডিঞ্জ (ঘ) ওয়ারেন হেস্টিংস। ১৫। মৌর্যদের পর ভারতে কোন সা¤্রাজ্য প্রতিষ্ঠিত হয়? (ক) গুপ্ত (খ) মোঘল (গ) পাল (ঘ) সেন। ১৬। বঙ্গভঙ্গের ফলে- (র) সাম্প্রদায়িক দ্বন্ধ স্পষ্ট হয় (রর) দ্বি-জাতি তত্ত্বের উদ্ভব হয় (ররর) মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। বাংলা বিভক্ত হয় কত সালে? (ক) ১৮৫৭সালে (খ) ১৯০৩সালে (গ) ১৯০৫সালে (ঘ) ১৯১১সালে। ১৮। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে ? (ক) ১১৭৬ সালে (খ) ১২৭৬সালে (গ) ১৩৭৬সালে (ঘ) ১৪৭৬সালে। ১৯। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে ? (ক) ইসা খাঁর (খ) লক্ষণ সেনের (গ) গোপালের (ঘ) নবাব সিরাজউদ্দৌলার। ২০। অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার ধারা প্রবর্তন করেন - (র) ডিরোজিও (রর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ররর) রাজা রামমোহন রায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ২১। ১৭৯১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন ? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল। ২২। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয়- (ক) ১২শ শতকে (খ) ১৩শ শতকে (গ) ১৪শ শতকে (ঘ) ১৫শ শতকে। ২৩। উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? (ক) মুদ্রণ যন্ত্র (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি বিশ্ববিদ্যালয়। ২৪। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা নিয়েছিল? (ক) ১৭৫৩সালে (খ) ১৮৫৩ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৩০সালে। ২৫। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? (ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লডর্ ক্লাইভ। ২৬। ওয়েস্টফালিয়ার চুক্তি হয় কত সালে? (ক) ১৬৪৮ সালে (খ) ১৬৪৯ সালে (গ) ১৬৫০ সালে (ঘ) ১৬৫১ সালে। ২৭। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল। উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(গ), ৪(গ), ৫(ক), ৬(ক), ৭(ঘ), ৮(ক), ৯(ঘ), ১০(ঘ), ১১(খ), ১২(ক), ১৩(গ), ১৪(খ), ১৫(ক), ১৬(ক), ১৭(গ)।
×