ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মণ্ডপে প্রতিমায় বৈচিত্র্য

প্রকাশিত: ০৬:০৪, ১৭ অক্টোবর ২০১৮

রাজশাহীতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মণ্ডপে প্রতিমায় বৈচিত্র্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ। চলতি বছর বর্তমান সরকারের অনেকগুলো সাফল্যের মধ্যে এটি একটি বড় অর্জন। সরকারের সেই সাফ্যলের রূপ দিতে এবার রাজশাহী নগরীতে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করা হয়েছে সম্পূর্ণ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের আদলে। দূর থেকে মনে হবে অবিকল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। কাছে গেলে আরও স্পষ্ট। আর রাতের বেলায় আরও ঝলমলে, আরও স্পষ্ট হয়ে উঠছে। সেখানে গাজীপুরের তেলীপাড়া ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশনও বিদ্যমান। বাঁশ আর কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এ পূজা মণ্ডপ। স্যাটেলাইটের নিচে গ্রাউন্ড স্টেশনের গ্রেট দিয়ে প্রবেশ করলেই দৃশ্যমান হবে এটি শারদীয় দুর্গোৎসবের একটি বিশাল পূজা ম-প। সেখানে থরে থরে সাজানো দুর্গতিনাশিনী দেবী দুর্গা ও অন্য প্রতিমা। জেলার বাইরে রাজশাহী নগরীজুড়েই শুধু ৮০ টি মণ্ডপ তৈরি করা হয়েছে এবার। এর মধ্যে নগরীর রানীবাজার মোড়ের টাইগার সংঘের ম-পটি অনন্য। এখানেই তৈরি মণ্ডপই করা হয়েছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের আদলে। তাই সবার দৃষ্টি সেখানেই। এটি নির্মাণের পর থেকে মানুষের ভিড় বাড়ছেই। পথচারীরাও ক্ষণিকের জন্য হলেও দাঁড়িয়ে দেখছেন এ মণ্ডপটি। সবার কাছেই এই মণ্ডপটির আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিবারই বিশেষ কিছু করার সুনাম রয়েছে এই মণ্ডপের। কখনও বাহুবলি, কখনও বা বাঘের বিশাল বড় মস্তক আকৃতির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট দলের গর্বিত সাফল্য তুলে ধরেন তারা। দেশের অর্জনগুলো নিয়েই পূজা ম-প তৈরিতে পারদর্শী টাইগার সংঘ। ফলে প্রতিবছরই নগরবাসী উৎসুক হয়ে থাকেন নতুন কি নিয়ে আসছে টাইগার সংঘ। গতবার ছিল বাহুবলি। তার আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যগাথা বাঘের মুখাকৃতি সমৃদ্ধ মণ্ডপ। তবে এবারের চমকটা যেন একটু বেশিই বড়। রানীবাজার মোড় অতিক্রম করতে গেলেই চোখ আটকে যায় মণ্ডপটিতে। যারা টেলিভিশনে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে পারেননি, তাদের সেই অপূর্ণ ইচ্ছেটা হয়তো এখানে পূরণ হতে পারে। হ্যাঁ, বাঙালীর অনন্য অর্জন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর হুবহু আদলে তৈরি করা হয়েছে এবারের মণ্ডপ।
×