ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

মির্জাপুরে একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিত: ০৬:০২, ১৭ অক্টোবর ২০১৮

মির্জাপুরে একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৬ অক্টেবর ॥ দুর্গাপূজা উপলক্ষে বাড়ি যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী ও কন্যা। একই ঘটনায় আহত হয়েছে ৫ জন। সোমবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহত ও আহতদের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিখারঞ্জন গ্রামে বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার রাতে নিহত ও আহতরা দুর্গাপূজা উপলক্ষে টাইলস ভর্তি একটি ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে ঢাকা থেকে জয়পুরহাটগামী ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় পাঁচজন। নিহত ব্যক্তিরা হলেন নিরঞ্জন মালি (৩৫), তার স্ত্রী সাগরী (২৫) ও তাদের মেয়ে স্বর্ণা (৮)। আহত লিপি, কনা, শিল্পী, বেলী ও কনা রানী কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। নওগাঁয় স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে রানীনগরে ট্রাক্টরের ধাক্কায় ওভি আহম্মেদ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার পশু হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওভি আহম্মেদ রানীনগর ফাইম উদ্দিন মেমোরিয়াল একাডেমি স্কুলের ষষ্ট শ্রেণীর ছাত্র। সে নওগাঁ সদর উপজেলার চকবুলাকি গ্রামের মোস্তাফা হোসেনের ছেলে। মাগুরায় শিশু নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরায় সড়ক দুর্ঘটনায় সোমবার রাতে সুরাইয়া খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার মা কামিনী বেগম (২৮) আহত হয়েছে । তাকে ফরিদপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহত সুরাইয়া মাগুরার শ্রীপুর উপজেলার চরকচুয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। রংপুরে পোশাক শ্রমিক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, খালার লাশ দেখতে এসে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে সেই বাসের নিচে পড়ে মারা গেছে পোশাক শ্রমিক আতিকা খাতুন (২৪)। মঙ্গলবার সকালে নগরীর রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার মনছের আলীর স্ত্রী। বরিশালে কলেজছাত্র স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার বড়বাড়ি নামকস্থানে মঙ্গলবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র মাইনুদ্দিন সরদার (১৭) নিহত ও চালক সৌরভ দাস গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলেজছাত্র সৌরভ দাসকে শেবাচিম হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত মাইনুদ্দিন উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মজিবর সরদারের পুত্র ও মাহিলাড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
×