ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পান্থপথ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:০০, ১৭ অক্টোবর ২০১৮

পান্থপথ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ কিছুদিন বিরতির পর ফের ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য। রাজধানীর পান্থপথ এলাকা থেকে মোঃ সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭) নামের নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর এই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলসেট ও একটি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়েছে। সিটিটিসি দাবি করছে, আটক সাঈদ আনসারুল্লাহ বাংলা টিমের মিডিয়া উইংয়ের সদস্য। তার সাংগঠনিক নাম আবদুল্লাহ। তার আরও কয়েকটি নাম রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার এক বার্তায় মঙ্গলবার বলা হয়- গ্রেফতারকৃত সাঈদ হাসান আনসার আল ইসলামের মিডিয়া উইংয়ের সক্রিয় সদস্য। সে আনসার আল ইসলাম কর্তৃক পরিচালিত-মিডিয়া তয়িফার শহীদ সোলায়মান মিডিয়াসহ অন্যান্য মিডিয়াসমূহের জন্য অনুবাদ, ভিডিও এডিটিং, সাবটাইটেল যোগ করাসহ সংগঠনের সদস্য সংগ্রহ, অনলাইন প্রপাগান্ডা পরিচালনার কাজ করতো। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির তার বিরুদ্ধে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মঙ্গলবার সাঈদ হাসানকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
×