ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং ক্যাম্পেইন

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ অক্টোবর ২০১৮

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং ক্যাম্পেইন

ইউনিলিভারের স্বাস্থ্য সুরক্ষাকারী সাবান ব্র্যান্ড লাইফবয় ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮’-তে আয়োজন করল ‘হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং’ ক্যাম্পেইন। বিগত বছরগুলোর মতোই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি হাই-ফাইভের বিনিময়ে ৫টি বাচ্চাকে হাত ধোয়ার অভ্যাস শেখানো। এরই প্রেক্ষিতে ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন স্কুলে লাইফবয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে হাই-ফাইভ কালেক্ট করার এ্যাক্টিভেশন প্রোগ্রাম। ‘হাই-ফাইভ ফর হ্যান্ডওয়াশিং’ ক্যাম্পেইনটিকে অন্যমাত্রা দিতে ১৫ অক্টোবর ঢাকার গলফ ক্লাবে আয়োজন করা হলো একটি নান্দনিক ইভেন্টের। ইভেন্টটি সাজানো হয়েছিল শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম দিয়ে। সব প্রোগ্রামগুলোর মধ্যে আকর্ষণীয় ছিল শিশু-কিশোরদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে অংশ নেয় ২০০ শিশু। কাহিনীনির্ভর এই গল্পে বাচ্চারা নাটকের বিভিন্ন অংশে অভিনয় করে। যেখানে দেখানো হয়েছে লাইফবয় তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের জীবনে স্থান করে নিয়েছে। এর মধ্যে লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটালের কার্যক্রম ও বিভিন্ন সময়ে লাইফবয়ের করা এ্যাক্টিভেশন প্রোগ্রামগুলো বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। -বিজ্ঞপ্তি
×