ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান বাহিনী প্রধানের ভারতীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ অক্টোবর ২০১৮

বিমান বাহিনী প্রধানের ভারতীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত

ভারত সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সোমবার সে দেশের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি ভারতীয় বিমান বাহিনী সদর দফতরে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বিরেন্দর সিং ধনোয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। খবর বাসস’র। সাক্ষাতকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় বিমান বাহিনীর ভাইস চীফসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে। সাক্ষাতের পূর্বে অমর জোয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে ভারতীয় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও বিমান বাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং সহকারী নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত করেন এবং পেশাগত ও পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ভারতে অবস্থানকালে তিনি যোধপুর, ব্যাঙ্গালুর এবং হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আইএসপিআর আশা করছে।
×