ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শিক্ষা অধিদফতর ডিজির স্ত্রীর মানবিক আবেদন

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ অক্টোবর ২০১৮

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শিক্ষা অধিদফতর ডিজির স্ত্রীর মানবিক আবেদন

স্টাফ রিপোর্টার ॥ ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমানের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন করেছেন তার স্ত্রী আলেয়া ফেরদৌসী। আবেদনে শিক্ষা অধিদফতরের অধীন সরকারী-বেসরকারী স্কুল ও কলেজেগুলোকে মহাপরিচালকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে মানবিক সাহায্যের আবেদন করেন তিনি। মহাপরিচালকের চিকিৎসায় কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে আলেয়া ফেরদৌসী, হিসাব নং-০২০০০০০১৯০৮২৩, অগ্রণী ব্যাংক, ফরিদপুর শাখায় টাকা পাঠাতে পারবেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে প্রায় চার কোটি টাকা খরচ হয়ে গেছে। আগামী এক সপ্তাহে চিকিৎসার জন্য আরও দেড় কোটি টাকা প্রয়োজন হবে। প্রধানমন্ত্রীর অনুদানের ৫০ লাখ টাকাসহ শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তায় চলছে তার চিকিৎসা। আলেয়া ফেরদৌসী বলেন, ‘আমার স্বামী গত ২৪ সেপ্টেম্বর থেকে ফুসফুসে গুরুতর অসুস্থতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুসের কার্যক্রম সচল রাখতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে রয়েছেন। আউসিইউতে ইসিএমও সাপোর্টসহ অন্যান্য যন্ত্রপাতি ও ওষুধপত্রের জন্য প্রতিদিন ১৭ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হয়। এ পর্যন্ত প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাউশির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সরকারী স্কুল-কলেজের সহকর্মীবৃন্দ এবং পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা নিয়ে তার চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে।
×