ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির ৮০ ভাগ মানুষ জামায়াতের হাত থেকে মুক্তি চায় ॥ মাহী

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ অক্টোবর ২০১৮

বিএনপির ৮০ ভাগ মানুষ জামায়াতের হাত থেকে মুক্তি চায় ॥ মাহী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির শতকরা ৮০ ভাগ মানুষ জামায়াতের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, এটাই বিএনপির বাস্তবতা। আমরা জানি কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে বিএনপিকে সব সময় এগিয়ে যেতে হয়েছে। এই টানাপোড়েনের মধ্যে বিএনপি সব সময় উদারপন্থীদের নেতৃত্ব খোঁজার একটা চেষ্টা চালিয়েছে। জামায়াতের সঙ্গে ঐক্যের পর থেকে একটি জামায়াতীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে । মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ঐক্যে বিভক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। যুক্তফ্রন্টকে বাদ দিয়ে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই বিকল্পধারাকে নিয়ে নানা আলোচনা চলছে। যুদ্ধপরাধী ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হয়নি বিকল্পধারা। মান ভাঙ্গাতে সোমবার রাতে বিএনপির পেশাজীবী ডাঃ জাফরুল্লাহ বি. চৌধুরীর বাসায় গিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। বিকল্পধারার অবস্থান একেবারেই স্পষ্ট, তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন ঐক্যে যাবে না। বিএনপি যদি জামায়াতের সঙ্গ ত্যাগ করে তবেই নবগঠিত নির্বাচনী মোর্চা ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন তারা। তাছাড়া মাহীর সঙ্গে মাহামুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে আলোচনায় আছে বিকল্পধারা।
×