ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ন্যাপচ্যাটের ফিল্টারে সাজবে বিড়ালও

প্রকাশিত: ০৫:৪২, ১৭ অক্টোবর ২০১৮

স্ন্যাপচ্যাটের ফিল্টারে সাজবে বিড়ালও

এখন বিড়ালের চেহারায়ও কাজ করবে স্ন্যাপচ্যাটের অগমেন্টেড রিয়্যালিটি সেলফি ফিল্টার, নতুন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ছবি শেয়ারিং এ্যাপটি। এর আগে এ্যাপটির ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে শুধু মানুষ আর কিছু নির্দিষ্ট জাতের কুকুরে এই ফিল্টারগুলো ব্যবহার করা যেত। নতুন এই ফিচারের ফলে বিড়াল মালিকরা তাদের বিড়ালের ছবিকে হ্যাট, চশমা বা রুটির টুকরা দিয়ে সাজাতে স্ন্যাপচ্যাটের লেন্সগুলো ব্যবহার করতে পারবেন। দৈনিক স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছে, সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানায় এ্যাপটির মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। এই ঘোষণার কয়েক সপ্তাহ পরেই নতুন এই ফিচারের ঘোষণা এল। চলতি বছর এপ্রিল থেকে জুনে স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ লাখ কমে ১৮ দশমিক ৮০ কোটিতে নেমে আসে। প্রাণীদের চেহারায় কাজ করবে এমন ‘ফেস রিকগনিশন’ ব্যবস্থা বানাতে স্ন্যাপচ্যাটও একাই কাজ করছে না। চলতি বছর সেপ্টেম্বরে ক্যামেরা নির্মাতা জাপানী প্রতিষ্ঠান সনি এক ঘোষণায় জানায়, তারা প্রাণীদের ওপর কাজ করবে এমন অটোফোকাস প্রযুক্তি বানাচ্ছে।-বিবিসি
×