ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্ট করায় চটেছেন বোল্ট

প্রকাশিত: ০৭:১৫, ১৬ অক্টোবর ২০১৮

ডোপ টেস্ট করায় চটেছেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ দৌড়ের রাজা উসাইন বোল্ট। জ্যামাইকান এই গতিদানব ট্রাক এ্যান্ড ফিল্ড ছেড়েছেন সেই কবে। এখন শুরু করেছেন ফুটবল খেলা। তবে পুরোপুরি পেশাদারভাবে নয়। অস্ট্রেলিয়ার একটি দলের হয়ে খেললেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবু বোল্টকে সম্প্রতি ডোপ টেস্ট দিতে হয়েছে। কোন দলের সঙ্গে চুক্তি না করেও ডোপ টেস্ট দিতে হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই কিংবদন্তি। বিরক্ত প্রকাশ করে বোল্ট বলেন, এখনও আমি পেশাদার ফুটবলার হতে পারিনি। তার আগেই আমাকে কীভাবে ডোপ টেস্ট দিতে হয়?’ টুইটারে এমন প্রশ্ন ছুড়ে বোল্ট লিখেছেন, ‘কোন ক্লাবের সঙ্গে চুক্তি না করেও কেন পরীক্ষার মুখোমুখি হচ্ছি। এ বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা বলছে আমি নামী দামী এ্যাথলেট তাই পরীক্ষা দিতে হবে! বিষয়টি আমার জন্য সুখকর নয়।’ স্প্রিন্টে আট অলিম্পিক স্বর্ণপদক জয়ী বোল্ট ফুটবলের দারুণ ভক্ত। অবসর নেয়ার আগে এই দৌড়বিদ প্রায়ই বলতেন এক সময় ফুটবল দলে যোগ দেবেন। বোল্ট কথা রেখেছেন। পেশাদার ফুটবলার হওয়ার জন্য যা যা করা দরকার, তার সবই করেছেন। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট অব মেরিনার্সের হয়ে খেলছেন উইঙ্গার হিসেবে। শুক্রবার ট্রায়াল ম্যাচে করেছেন জোড়া গোল।
×