ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসির বিধিভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ০৭:১৪, ১৬ অক্টোবর ২০১৮

জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসির বিধিভঙ্গের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান ও দেশটির একমাত্র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সনথ জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ও নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাকে ক্রিকেটের দুর্নীতি নিয়ে অনুসন্ধানের ক্ষেত্রে তিনি অসহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় অভিযুক্ত হয়েছেন তিনি। আইসিসি অবশ্য সাবেক এই তারকা ওপেনারকে কি ধরনের অসহযোগিতার জন্য দোষী করেছে সেটির উল্লেখ করেনি। ৪৯ বছর জয়সুরিয়া নাকি আইসিসির দুর্নীতি বিরোধী অনুসন্ধানে নিজেকে সম্পৃক্ত করতে অস্বীকার করেছেন। কিংবা সহযোগিতা করতে দেরি করা অথবা গুরুত্বপূর্ণ কোন তথ্য দিতে রাজি না হওয়া বা কোন তথ্য নষ্ট করে ফেলেছেন এমন অভিযোগ আনা হয়েছে। যেগুলো দুর্নীতি বিরোধী অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। উল্লেখ্য, জয়সুরিয়া লঙ্কান বোর্ডের (এসএলসি) নির্বাচক হিসেবে দুই মেয়াদে কাজ করেছেন। প্রথম মেয়াদে তিনি ২০১৩ থেকে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় দলের নির্বাচক থাকার সময় কোন অনিয়ম করেছেন বলে অভিযোগে ইঙ্গিত করা হয়েছে। আইসিসির এই অভিযোগের ভিত্তিতে ১৫ অক্টোবর থেকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে জয়সুরিয়াকে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট এক বছর ধরে শ্রীলঙ্কান ক্রিকেটের বিভিন্ন দুর্নীতি নিয়ে অনুসন্ধান করে আসছে। এরমধ্যে গত মাসে তারা কিছুটা তথ্যও পেয়েছে। তারই প্রেক্ষিতে জয়সুরিয়াকে তার ব্যবহৃত ফোনটি দুর্নীতি দমন ইউনিটের কাছে দিতে বলা হয়। কিন্তু জয়সুরিয়া সেটা না দিয়ে অসহযোগিতা করেন বলে উল্লেখ করা হয়।
×