ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওসাকাকে লি না’র পরামর্শ

প্রকাশিত: ০৭:১৪, ১৬ অক্টোবর ২০১৮

ওসাকাকে লি না’র পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরে টেনিস বিশ্বে সবচেয়ে বড় বিস্ময় নাওমি ওসাকা। জাপানের প্রথম নারী টেনিস তারকা হিসেবে তিনি গ্র্যান্ডস্লাম জয় করেন ইউএস ওপেনে। বর্তমানে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ৬ নম্বরে আছেন ২০ বছর বয়সী ওসাকা। কিন্তু চীনের সাবেক তারকা লি না মনে করছেন ক্যারিয়ার ভালভাবে অনেকদূর নিয়ে যেতে হলে ওসাকার মধ্যে থাকতে হবে উচ্চাশা ও আকাক্সক্ষা। তিনি দাবি করেন ওসাকার শারীরিক শক্তির সঙ্গে যদি মানসিক শক্তির সমন্বয় ঘটে সেক্ষেত্রে আরও কয়েকটি গ্র্যান্ডস্লাম জেতা সম্ভব হবে। এবার নিউইয়র্কে ইউএস ওপেনের ফাইনালে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ওসাকা। এরপর তিনি জানান, প্রত্যাশার চাপে বিপর্যস্ত হয়ে পড়ছেন তিনি। নিজের ওপরেও এখন চাপ সৃষ্টি করছেন এটা বলে যে, ‘আরও কিছু কর, আরও ভাল কিছু!’ কিন্তু লি না বললেন, ‘আমি বিশ্বাস করি তার সামর্থ্য ও শক্তিমত্তা দিয়ে আরও অনেক কিছুই জিততে পারে। সেটা তখনই হতে পারে যদি তার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাকাক্সক্ষাটা থাকে।’ লি না’র পর এশিয়ার দ্বিতীয় নারী হিসেবে গ্র্যান্ডস্লাম একক জয়ের রেকর্ড গড়েছেন ওসাকা। তবে পিঠের ইনজুরির কারণে চলমান হংকং ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে তাকে। এবারই প্রথম তিনি চলতি মাসের শেষদিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মর্যাদার মৌসুম শেষের আসর ডব্লিউটিএ ফাইনালসে অংশ নিতে যাচ্ছেন।
×