ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগান তরুণের ৬ বলে ৬ ছক্কা

প্রকাশিত: ০৭:১৩, ১৬ অক্টোবর ২০১৮

আফগান তরুণের ৬ বলে ৬ ছক্কা

স্পোর্টস রিপোর্টার ॥ আফগান প্রিমিয়ার লীগে (এপিএল) ম্যাচটিতে মনে হচ্ছিল গেইল ঝড়ই বয়ে যাবে। বাল্খ লিজেন্ডের হয়ে নেমে এদিন রান আউট হওয়ার আগে ৪৮ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই ক্যারিবীয় দানব। তার দেখানো পথে হাঁটেন দলের অন্য ব্যাটসম্যানরাও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান তোলে বাল্খ। কিন্তু গেইলের ঝড়ের প্রকোপ থামতেই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তা ব শুরু করে দেন কাবুল জাওনানের হজরতুল্লাহ জাইজাই। মাত্র ১৭ বলে ৬২ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেন তিনি। এদিন তিনি ছক্কা মেরেছেন ৭টি। যার মধ্যে ৬টিই মেরেছেন আবদুল্লাহ মাজারির এক ওভারে! ২০ বছর বয়সী আফগান তরুণ ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এক ওভারে ৬ ছক্কা মারেন। আর টি২০ তে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং এবং রস হুইটলি। এদিন মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করে টি২০’র দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডেও গেইল যুবরাজের পাশে নাম লিখিয়েছেন জাজাই। লক্ষ্য থেকে ২২ রান আগেই কাবুলের ব্যাটসম্যানদের থামিয়ে দেয় বাল্খের বোলাররা। ২০ ওভারে ৭ উইকেটে ২২৩ রান করতে পারে কাবুল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গেইল। সবমিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে ৩৭টি। যার মধ্যে বাল্খের খেলোয়াড়রা মেরেছেন ২৩টি। গেইল ১০টি, দিলশান মুনাওরা ৩টি, দারুইশ রাসুলি ৫টি, মোহাম্মদ নবি ৩টি ও মিরোয়াইশ আশরাফ ২টি। আর কাবুলের ব্যাটসম্যানরা মেরেছেন ১৪টি। হরজতুল্লাহর ৭টি ছাড়াও লুক রনকি ১টি, শাহিদুল্লাহ, কলিন ইনগ্রাম ও রশিদ খান ২টি করে ছক্কা মারেন।
×